নয়াদিল্লি: অক্ষয় কুমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত 'সম্রাট পৃথ্বীরাজ' ছবি মুক্তির পর থেকেই হোঁচট খেয়েছে বক্স অফিসে। বিপুল প্রচার সত্ত্বেও বিশেষ লাভ করে উঠতে পারেনি এই ছবি। ৩ জুন, গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। গত ৪ দিনে মোট কত টাকার ব্যবসা করতে পারল 'সম্রাট পৃথ্বীরাজ'?
চতুর্থ দিন পর্যন্ত মোট আয় ছবির
ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত ছবি প্রথম সপ্তাহান্তে মাত্র ৩৯ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর সোমবার সেই ব্যবসার পরিমাণ আরও কমেছে।
বিভিন্ন ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, সোমবার এই ছবি ৪.৮৫ থোকে ৫.১৫ কোটি টাকার মধ্যে ব্য়বসা করতে পেরেছে। বিভিন্ন বিনোদন সংস্থার দাবি, প্রথম সোমবারে এত খারাপ ব্যবসা করেছে এই ছবি যে সপ্তাহ শেষে মেরেকেটে ৬০ কোটি ছুঁতে পারবে হয়তো। গত শুক্রবার, শনিবার ও রবিবার এই ছবি যথাক্রমে ১০.৭০ কোটি, ১২.৬০ কোটি ও ১৬.১০ কোটি টাকার ব্যবসা করেছে।
সম্রাট পৃথ্বীরাজ সম্পর্কে বিস্তারিত
এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ। এছাড়া এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন ২০১৭-এর মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। ছবিতে অক্ষয় যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে তাঁর প্রেমিকা সংযুক্তার চরিত্রে রয়েছেন মানুষী। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।