মুম্বই: জাতির জনক মহাত্মা গাঁধীর ১৫২তম জন্মবার্ষিকীতে সন্দীপ সিংহ, মহেশ মঞ্জরেকর এবং রাজ শাণ্ডিল্যের আগামী ছবির নাম ঘোষিত হল। তাঁদের ছবির নাম 'গডসে'। মহাত্মা গাঁধীর হত্যার পিছনে হাত ছিল এই নাথুরাম গডসের।
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সন্দীপ সিংহের সংস্থা লেজেন্ড গ্লোবাল স্টুডিও। একইসঙ্গে ২০১৯-এর বিখ্যাত ছবি 'ড্রিম গার্ল'-এর পরিচালক রাজ শাণ্ডিল্যের সংস্থা থিঙ্কইঙ্ক পিকচার্সও প্রযোজনার দায়িত্বে থাকবে। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন মহেশ মঞ্জরেকর। লেজেন্ড গ্লোবাল স্টুডিও-এর সঙ্গে মহেশ মঞ্জরেকরের এটি তৃতীয় ছবি।
ছবির নির্মাতারা একটি টিজার পোস্টার লঞ্চ করেছেন আজ। খুব আকর্ষণীয় পোস্টেটিতে লেখা রয়েছে 'জন্মদিনের অনেক শুভেচ্ছা বাপু... আপনার নাথুরাম গডসে।'
ছবিটি সহ-প্রযোজনা করবেন বিমল লাহোটি, জয় পাণ্ডিয়া, অভয় বর্মা। ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। ছবিতে কাদের অভিনয় করতে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। ২০২২ সালের দ্বিতীয়ার্ধ্বে ছবির শ্যুটিং শুরু হবে।