কলকাতা: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospitals) সূত্রে খবর, তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন শিল্পী।


সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল।  অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল উদ্বেগজনক নয়। রাইলস টিউবের মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায়কে তরল খাবার দেওয়া হচ্ছে। জেনারেল কোভিড বেডে রয়েছেন গীতশ্রী। হাসপাতাল সূত্রে খবর, গতকালের বিপদ এড়ানো গেছে। তবে এখনও লিভারে এনজাইম বেশি আছে।  সামান্য অক্সিজেন সাপোর্ট লাগছে। হিমোগ্লোবিন কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে।


জেনারেল কোভিড বেডে রয়েছেন গীতশ্রী। সিটি স্ক্যান হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতের থেকে একটু ভাল আছেন। এখন জ্বর নেই তাঁর। রক্তচাপ একটু স্থিতিশীল হয়েছে। রাইলস টিউব খুলে খাওয়ানো হয়েছে চা বিস্কুট।  


হাসপাতাল সূত্রে খবর, তবে এখনও লিভারে এনজাইম বেশি আছে। হিমোগ্লোবিনের পরিমাণও কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে। তাঁর হৃদযন্ত্রে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। সেই কারণে গতকাল ছোট মাত্রায় হার্ট ফেলিওর হয়েছিল বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। পড়ে গিয়ে কোমরে যে আঘাত পেয়েছেন, তার জন্য দেখছেন অর্থোপেডিক সার্জন। গতকালই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর 'পদ্ম' সম্মান প্রত্যাখ্যানকে ঘিরে বিতর্কের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। 


মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসকেএম হাসপাতাল থেকে গতকাল অ্যাপোলোতে সরানো হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukhopadhyay)। বৃহস্পতিবার সন্ধেয় গ্রিন করিডর গড়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এ দিন শিল্পীকে এসএসকেএম হাসপাতালে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, শিল্পীর কোভিড রিপোর্ট পজিটিভ (COVID Report)। এসএসকেএম-এ সব ব্যবস্থা থাকলেও, সন্ধ্যা মুখোপাধ্যায়ের যেহেতু হার্ট ফেলিওর হয়েছে, কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। তাই শিল্পীকে অ্যাপোলোতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।