Sandhya Mukhopadhyay Health Update: আপাতত স্থিতিশীল 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, তবে সঙ্কটমুক্ত নন

Sandhya Mukhopadhyay Health Update: করোনা আক্রান্ত হওয়ায় তা সংক্রমণ ছড়িয়েছে ফুসফুস (lungs) পর্যন্ত। হাসপাতাল থেকে জানানো হয়েছে 'গীতশ্রী'র হৃদযন্ত্রের পরিস্থিতি বয়সের কারণে বেশ দুর্বল।

Continues below advertisement

কলকাতা: সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নয়। এমনটাই জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে। 

Continues below advertisement

হাসপাতালের তরফে বলা হয়েছে,'গীতশ্রীর শারীরিক অবস্থার তেমন কোনও হেরফের হয়নি। আগের মতোই এখনও অক্সিজেন সাপোর্টে (Oxygen Support) রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে তরল খাদ্য দেওয়া হচ্ছে।' করোনা আক্রান্ত হওয়ায় তা সংক্রমণ ছড়িয়েছে ফুসফুস (lungs) পর্যন্ত। হাসপাতাল থেকে জানানো হয়েছে 'গীতশ্রী'র হৃদযন্ত্রের পরিস্থিতি বয়সের কারণে বেশ দুর্বল। সেই সঙ্গে রয়েছে ফুসফুসে সংক্রমণ। তাঁর কোমরের চোটের চিকিৎসা করা হবে করোনা থেকে সেরে উঠলে। আপাতত পর্যবেক্ষণেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার গতি বুঝে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে।

প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম ছিল কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)। তালিকা প্রকাশের পর এ দিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শিল্পী সরাসরি জানিয়ে দেন যে, তিনি ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করছেন। এই সম্মান নিতে অপারগ তিনি। শিল্পীর পরিবার সূত্রে খবর এমনটাই। 

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স ৯০ পেরিয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ১২ বছর বয়স থেকে গান গাইছেন। সঙ্গীতের পিছনে জীবনের ৭৫টি বঠর উৎসর্গ করে দিয়েছেন। অথচ এতদিনেও তাঁর মতো সঙ্গীতজ্ঞকে সম্মানের যোগ্য বলে মনে হয়নি। বরং তাঁর চেয়ে কম বয়সের শিল্পীদের সম্মান ধরানো হয়েছে। তাতেই সম্মান প্রত্যাখ্যান করেছেন শিল্পী।

আরও পড়ুন: Lata Mangeshkar Health Update: শারীরিক অবস্থার সামান্য উন্নতি, আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে লতা মঙ্গেশকর

'পদ্ম' সম্মান নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে তারই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। তড়িঘড়ি গ্রিন করিডোর করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা সংক্রমণেরও খবর পাওয়া যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের।

Continues below advertisement
Sponsored Links by Taboola