মেদিনীপুর: ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান যাত্রী। দুই মহিলা রেল পুলিশ কর্মীর তত্পরতায় বাঁচল প্রাণ। মেদিনীপুর স্টেশনের (Midnapur  Railway Station) ঘটনা। গতকাল রাতে হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার থেকে নামতে যান ওই যাত্রী। পা ফসকে পড়ে যান তিনি। ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত দুই মহিলা রেল পুলিশ কর্মী ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। অক্ষত রয়েছেন ওই যাত্রী।


দমদমের পর এবার নদিয়া। আরও একবার লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেল। ফের একবার চলন্ত ট্রেনে মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা। শুধু তাইই নয়, এরপর সেই মহিলা তার প্রতিবাদ করলে সুযোগ বুঝে ধাক্কা দেওয়া হয় সেই ট্রেন থেকেই। বরাত জোরে প্রাণে বাঁচলেও গুরুতর আহত সেই মহিলা হাসপাতালে ভর্তি। ঘটনায় গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুরে। ঠিক কী হয়েছিল?


সূত্রের খবর, রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের কাছে চলন্ত ট্রেনে ছিলেন সেই মহিলা। গাড়ি যখন রায়নগর স্টেশনে ঢুকছে, সেই মুহূর্তে সেই মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। ক্রমাগত উত্যক্ত করতে থাকেন সেই মহিলাকে। সেই হেনস্থার প্রতিবাদ করায় এরপর চলন্ত লোকাল ট্রেন থেকে ধাক্কা মারেন অভিযুক্ত ব্যক্তি সেই মহিলাকে। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পরে মহিলাকে উদ্ধার করে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি গুরুতরভাবে আহত। ঘটনায় ১ জনকে গ্রেফতার করলেও, আরও এক অভিযুক্ত এখনও পলাতক।


আরও পড়ুন: পথ কুকুরদের জন্য অভিনব উদ্যোগ মাথাভাঙার স্বেচ্ছাসেবী সংস্থার, তৈরি হচ্ছে বাসস্থান


কিছুদিন আগেই দমদমে এমনই একটি ঘটনা ঘটেছিল চলন্ত ডাউন শান্তিপুর লোকালের (Shantipur Local) মধ্যে। গোটা ঘটনা ফেসবুক লাইভে (Facebook Live) তুলে ধরেন অভিযোগকারিণী। দমদম জিআরপিতে (Dumdum GRP) অভিযোগ, শ্লীলতাহানির মামলা রুজু হয়েছিল। সিসিটিভি (CCTV Camera) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছিল পুলিশ।