কলকাতা: ২০২৩ সালে বিয়ে, নতুন জীবন শুরু। আর ২০২৪ সাল শুরু হল পাহাড়ে। বছরের প্রথম সূর্যদয়ের আলোয় যেন এক সফর শুরুর বার্তা। মধুচন্দ্রিমায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। গত ৭ ডিসেম্বর সাত পাকে সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে বাঁধা পড়েছেন অভিনেত্রী। ব্যস্ততা কাটিয়ে এখন পাহাড়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সৌম্য-সন্দীপ্তা। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের খাদের ধারে, বনের মধ্যে একে অপরের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে রয়েছেন সৌম্য-সন্দীপ্তা। তবে পিছন ফিরে। গায়ে শীতের পোশাক। সামনে যেন সূর্যকে সাক্ষী রেখে তাঁরা শপথ করছেন নতুন জীবনে চলার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সন্দীপ্তা লিখেছেন, 'হ্যাপি নিউ ইয়ার ২০২৪'।


সদ্য 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ 'বোধন ২' (Bodhon 2)। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এর ফাঁকেই তিনি শেয়ার করে নিয়েছেন 'ডিনার ডেট'-এর টুকরো ছবি। একটি পাঁচতারা হোটেলে বসে খাবার খেতে দেখা গিয়েছিল সদ্যবিবাহিত দম্পতিকে। এরপরে, সন্দীপ্তার ইনস্টাগ্রাম স্টেটাসে ভেসে ওঠে পাহাড়ের দিন ও রাতের সৌন্দর্য্য। চাঁদের আলোয় অপূর্ব পাহাড়ের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। কখনও আবার পাহাড়ি বনের মধ্যে আগুনের আঁচে শান্তির ছবি শেয়ার করে সন্দীপ্তা। অভিনেত্রী কোথায় গিয়েছেন তার হদিশ অবশ্য তিনি দেননি। কেবল স্টেটাসে ট্যাগ করে দিয়েছিলেন সৌম্য মুখোপাধ্যায়কে। যা দেখে অনুরাগীদের ধারণা.. বিয়ের পরে অবশেষে ছুটি পেয়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সন্দীপ্তা-সৌম্য। আর আজ, ইনস্টাগ্রামে প্রথম তাঁদের ট্রিপ থেকে একটি ছবি শেয়ার করে নিলেন সন্দীপ্তা।


 






আরও পড়ুন: Tollywood News: স্কুলড্রেস, মোটা ফ্রেমের চশমা, বাবার পিছনে বসা এই তারকাকে আপনি চিনতে পারছেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।