কলকাতা: ধারাবাহিকেই ফিরছেন তিনি । তবে বাংলা নয়, বাংলার এই নায়িকার উড়াল এবার মুম্বইতে । বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, টলিউডে নিজের পাকা জায়গা তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) । তবে এবার একেবারে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে । স্টার প্লাস চ্যানেলের হিন্দি ধারাবাহিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে । আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই ধারাবাহিকের প্রোমো শেয়ার করে নিয়েছেন নায়িকা ।
সন্দীপ্তার সফর শুরু হয়েছিল ছোটপর্দা থেকেই । দর্শকদের প্রচুর ভালবাসা পেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন । তাঁর অভিনীত এক একটা চরিত্র দর্শকদের মনে দাগ করে গিয়েছে । তবে দীর্ঘদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে তিনি । নিজের মতো করে কেরিয়ার তৈরি করছিলেন । একাধিক ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা গিয়েছে সন্দীপ্তাকে । প্রত্যেকটা চরিত্রই একে অপরের থেকে ভীষণ আলাদা । ফলে সন্দীপ্তা অভিনয়কে ফুটিয়ে তোলার যথেষ্ট সুযোগ পেয়েছেন । তাঁর শেষ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে 'বীরাঙ্গনা' । তবে এবার, একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে ।
ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম মাটি (মিট্টি) । এই ধারাবাহিকের গল্পে সন্দীপ্তার চরিত্র এমন একটা নারীর কথা বলে, যে নিজের পায়ে দাঁড়াতে চায় । নিজের পরিচয় তৈরি করতে চায় । কিন্তু বাড়িতে সমর্থন পায় না মাটি । কিন্তু বিয়ের পরে বদলে যায় সবটা, স্বামীর থেকে সমর্থন পায় মাটি । নিজের বুটিক তৈরি করে সে । কিন্তু মাটি আর তার স্বামী আকাশের জীবন বদলে যায় তৃতীয় ব্যক্তির আগমনে । এই গল্প ত্রিকোণ প্রেমের । আকাশ পেশায় চিকিৎসক । কিন্তু চিরকাল সৎ ভাবে জীবন কাটিয়ে আসা আকাশ হঠাৎই জড়িয়ে পড়ে একটি সমস্যায় । তার কালে আছে পুলিশ । কী ভবিষ্যৎ আকাশ আর মাটির? সেই গল্পই শোনাবে নতুন ধারাবাহিক । চলতি মাসের ২৮ তারিখ থেকেই শুরু হচ্ছে এই ধারাবাহিক ।
ধারাবাহিকটির নাম 'সম্পূর্ণা' । সন্দীপ্তা ছাড়াও এই ধারাবাহিকের অন্য দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন, রিয়া কপূর ও বিশাল সিং ।