পাশাপাশি সঞ্জয় আরও লেখেন, আপনাদের সবার নিখাদ সমর্থন, ভরসা, বিশ্বাস ছাড়া এটা সম্ভব ছিল না। পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের সবার কাছে চিরতরে কৃতজ্ঞ থাকব যাঁরা আমার পাশে রয়েছেন, এই কঠিন সময়ে আমার শক্তির উত্স হয়ে থেকেছেন। আমার চলার পথে যে ভালবাসা, সহানুভূতি ও সীমাহীন আশীর্বাদ দিয়েছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই কোকিলবেন হাসপাতালের ডঃ সেবন্থী ও তাঁর পরিচালনাধীন ডাক্তার, নার্স, চিকিত্সাকর্মীদের, যাঁরা গত কয়েক সপ্তাহে আমার খুব সেবা-যত্ন করেছেন। ওঁদের সামনে নিজেকে ক্ষুদ্র বোধ করছি। কৃতজ্ঞ থাকছি।
স্বাস্থ্য সংক্রান্ত কারণে কাজ থেকে অব্যাহতি নিয়েছিলেন সঞ্জয়। সম্প্রতি তিনি চুল কাটাতে একটি সেলুনে যান। সেলেব্রিটি কেশ-বিশেষজ্ঞ স্টাইলিস্ট আলিম হাকিমের শেয়ার করা সঞ্জয়ের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তাতেই সঞ্জয় প্রথম নিজের ক্যান্সার হওয়ার খবর নিশ্চিত করে জানান, তিনি কাজে ফেরার জন্য তৈরি। বলেন, হাই, আমি সঞ্জয় দত্ত। সেলুনে ফিরতে পেরে ভাল লাগছে। চুল কাটালাম। এটা দেখলে বুঝবেন, আমার জীবনের সাম্প্রতিক দাগ এটা। কিন্তু আমি একে হারাবই। শীঘ্রই ক্যান্সারমুক্ত হব।
আগস্টেই স্বাস্থ্যের কারণে সাময়িক কাজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানান সঞ্জয়। তার কয়েকদিন বাদেই হাসপাতাল রওনা হওয়ার সময় বাড়ির বাইরে অপেক্ষারত আলোকচিত্রীদের বলেন, আমার জন্য প্রার্থনা করুন। এরপর তাঁকে কয়েকবার চিকিত্সার জন্য মুম্বইয়ের কোকিলাবেল হাসপাতালে যেতে দেখা গিয়েছে।