মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোখার জরুরি অস্ত্র মাস্কের চড়া দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার এন-৯৫ ও দ্বি-ত্রিস্তরীয় মাস্কের দাম বেঁধে দিল। এই প্রথম দেশের কোনও রাজ্য সিদ্ধান্ত নিল, দ্বিস্তরীয় মাস্কের জন্য ৩ টাকা, ত্রিস্তরীয় মাস্কের দাম ৪ টাকার বেশি নিতে পারবেন না দোকানদার। এন-৯৫ মাস্কের দাম ১৯ থেকে ৪৯ টাকার মধ্যে বেঁধে দিয়েছে উদ্ধব ঠাকরের সরকার।
রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে এই ঘোষণা করে এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে রাজ্য সরকার নাগরিকদের মাস্ক পরতে বলছে। যাঁরা পড়বেন না, তাঁদের জরিমানা হবে, শাস্তি মিলবে। তাই মাস্কের দাম আমজনতার সাধ্যের মধ্যে রাখতে হবে। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মাস্কের দাম বেঁধে দেওয়ার উদ্যোগ অনুমোদন করেছেন। রাজ্যে মহামারী আইন বহাল থাকা পর্যাপ্তি মাস্কের এই নির্ধারিত দাম সব মাস্ক নির্মাতা কোম্পানি, ডিস্ট্রিবিউটর, খুচরো দোকানদারদের ক্ষেত্রে কার্যকর থাকবে। তাঁদের বলা হয়েছে, দোকানের বাইরে বোর্ডে মাস্কের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।
এর মধ্যেই মহারাষ্ট্র্রে করোনাভাইরাস সংক্রমণ অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার নিয়ে টানা দুদিন ১০ হাজারের নীচে রয়েছে নতুন সংক্রমণের কেস। মঙ্গলবার সংক্রমিতের সংখ্যা ছিল ৮১৫১। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে কোভিড রেখচিত্র স্থিতিশীল জায়গায় আসছে বলে দাবি করেন। যদিও সরকারি অফিসাররা একইসঙ্গে নবরাত্রি, দশেরা, দেওয়ালি উতসবে প্রচুর মানুষ একসঙ্গে প্রকাশ্যে বেরলে সংক্রমণ ফের মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন।