মুম্বই: সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কপূর!
শোনা যাচ্ছে এমনটাই। রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে।
এই নিয়ে বেশ উত্তেজিত সঞ্জয়ও। তিনি জানিয়েছেন, এখনও স্ক্রিপ্ট শোনেননি তিনি। তবে এটা তাঁর এবং রাজুর যৌথ প্রযোজনা বলে জানিয়েছেন তিনি।
সিদ্ধার্থ আনন্দের আগামী ছবিতে অভিনয় করবেন সঞ্জয়। জানা গিয়েছে, এই বায়োপিকে অভিনয় করবেন না সঞ্জয়। একাই অনেকটা কসরত করতে হবে রণবীর কপূরকে। একই ছবির জন্য ওজন ঝরিয়ে রোগা এবং পরে আবার ওজন বাড়িয়ে মোটা, দুই-ই হতে হবে তাঁকে। প্রথম সিডিউলের জন্য কমাতে হবে ১০-১২ কিলো, আবার দ্বিতীয় সিডিউলের জন্য বাড়াতে হবে ততটাই। সঞ্জুবাবার মতো চেহারা বানাতে ইতিমধ্যেই নাকি কসরত শুরু করে দিয়েছেন রণবীর।
১৯৯০-এর দশকের ‘সাজন’, ‘গুমরাহ’, ‘খলনায়ক’, ‘সাফারি’ প্রভৃতি ছবিগুলিতে সঞ্জয়ের যে ধরনের ‘লুক’ ছিল, প্রথম সিডিউলের জন্য সেই চেহারা তৈরি করছেন রণবীর।
জানা গিয়েছে, এই প্রস্তুতির জন্য রণবীরকে সাহায্যও করছেন সঞ্জুবাবা। এইকারণে সঞ্জুর বাড়িতেও গিয়েছিলেন রণবীর। অনেকক্ষণ সময় কাটিয়েছেন সঞ্জয়ের ছেলেমেয়ে ইকরা ও শাহরানের সঙ্গে। নৈশভোজে সঞ্জয়ের জীবনের অভিজ্ঞতা স্বয়ং নায়কের মুখ থেকে শোনেন রণবীর।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৭ সালে মুক্তি পাবে সঞ্জয়ের বায়োপিক।
সঞ্জয় দত্তের বায়োপিকের জন্য ১০ কেজি ওজন ঝরাচ্ছেন রণবীর কপূর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 01:30 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -