প্রথম ঝলক: সঞ্জয় দত্তের আসন্ন ‘টোরবাজ’ ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন এই নবাগতা মডেল...
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্নেহা। ছবি- স্নেহা নামানন্দি
‘গুমরাহ’ সিরিজের কয়েকটি এপিসোডেও দেখা গিয়েছিল স্নেহাকে। ছবি- স্নেহা নামানন্দি
ছবির পাশাপাশি, জনপ্রিয় টেলিভিশন শো ‘সাবধান ইন্ডিয়া’-তে কাজ করেছেন স্নেহা। ছবি- স্নেহা নামানন্দি
এছাড়া, মারাঠি ও বাংলা ছবিতেও কাজ করেছেন স্নেহা। ছবি- স্নেহা নামানন্দি
এর আগে, ২০১৭ সালে দক্ষিণী ছবি ‘লি’-তে অভিনয় করেছিলেন স্নেহা। ছবি- স্নেহা নামানন্দি
নাচ ও ব্যাডমিন্টনে শখ স্নেহার। ছবি- স্নেহা নামানন্দি
বর্তমানে ‘টোরবাজ’-এর শ্যুটিং চলছে কিরঘিজস্তানে। ছবি- স্নেহা নামানন্দি
এরপর মুম্বই থেকে তিনি ম্যানেজমেন্ট পড়েন। ছবি- স্নেহা নামানন্দি
স্নেহার জন্ম মুম্বইতে। স্কুলের পড়াশোনাও মুম্বইতে। ছবি- স্নেহা নামানন্দি
সেখানে স্নেহা লেখেন, তিনি সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণই রোমাঞ্চিত। ছবি- স্নেহা নামানন্দি
ছবির সেট থেকে সঞ্জয়ের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্নেহা। ছবি- স্নেহা নামানন্দি
পেশাগতভাবে স্নেহা হলেন একজন মডেল, অভিনেত্রী ও ডান্সার। ছবি- স্নেহা নামানন্দি
তবে, ফ্যাশনের দুনিয়া স্নেহার কাছে নতুন নয়। ছবি- স্নেহা নামানন্দি
সঞ্জয় দত্তের ছবি ‘টোরবাজ’-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে স্নেহার। ছবি- স্নেহা নামানন্দি
বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘টোরবাজ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই ছবিতে আত্মপ্রকাশ করছেন মডেল স্নেহা নামানন্দি। কিন্তু, কে এই স্নেহা? জানতে দেখুন...