নয়াদিল্লি: আগামী বছরের ২৯ জুলাই ৬০-তম জন্মদিনে প্রকাশিত হতে চলেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর আত্মজীবনী। বইটির নাম ‘নেভার হ্যাড দ্য চান্স টু টেল বিফোর’। প্রকাশকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই বইয়ের মাধ্যমে পাঠকরা সঞ্জয় দত্তর মনের কথা জানতে পারবেন। অবশেষে আমরা তাঁর তরুণ বয়স, আট ও নয়ের দশকে বলিউডে কেরিয়ার, কারাগারে থাকার অভিজ্ঞতা এবং আত্মসন্ধানের বিষয়ে জানতে পারব।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে সঞ্জয়ের বায়োপিক ‘সঞ্জু’। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ছবিটি। এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ‘সঞ্জু’। এবার সঞ্জয়ের আত্মজীবনী নিয়েও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে এই বলিউড তারকা বলেছেন, ‘আমি সৌভাগ্যবান যে একটি অসাধারণ জীবন উপভোগ করতে পারছি। আমার জীবনে উত্থান-পতন, আনন্দ ও দুঃখ ভরপুর। এমন অনেক আকর্ষণীয় ঘটনার কথা বলার আছে, যেগুলি এর আগে কাউকে জানানোর সুযোগ পাইনি। পাঠকদের সঙ্গে আমার স্মৃতি ও আবেগ ভাগ করে নিতে চাইছি।’
আগামী বছর প্রকাশিত হচ্ছে সঞ্জয় দত্তর আত্মজীবনী
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2018 04:31 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -