মুম্বই: নেশার সঙ্গে সঞ্জয় দত্তর সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। মদ, সিগারেট তো ছেলেমানুষ, নিষিদ্ধ ড্রাগও নিয়েছেন তিনি। সেই সঞ্জয় জানালেন, তাঁকে প্রথমবার সিগারেট টানতে দেখায় বাবা ব্যাপক মারধর করেছিলেন।
সঞ্জয় জানিয়েছেন, তাঁকে বাথরুমে লুকিয়ে সিগারেট টানতে দেখে ফেলেন সুনীল দত্ত। ঘরে টেনে নিয়ে যান। তারপর? সঞ্জুর কথায়, বহুত জুতে পড়ে থে।
সেই সিগারেট এখনও ছাড়েননি সঞ্জয়। তবে জানিয়েছেন, আরও একবার নেশা ছাড়ার চেষ্টা করবেন তিনি।
সঞ্জয়ের কথায়, বাড়িতে বাবা তাঁকে আর তাঁর বোনদের মধ্যে কোনও ফারাক রাখেননি। এই মূল্যবোধ বরাবর তাঁর সঙ্গে ছিল। যখন জেলেও ছিলেন, ধর্ষকদের সঙ্গে কথা বলতেন না। তাঁর কথায়, মেয়েরা মা দুর্গা ও লক্ষ্মীর প্রতীক, যাঁদের কাছে আমরা প্রার্থনা করি। সেই মেয়েদের সঙ্গে কীভাবে এমন ব্যবহার করা সম্ভব। তাই ভূমি ছবিতে কাজের সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছেন।
বাবা হিসেবে তিনি নিজে খুব একটা কড়া নন তবে একটা ব্যাপারে তাঁর কঠোর নিষেধাজ্ঞা আছে। ছেলেমেয়েরা যখন বন্ধুদের বাড়ি গিয়ে সেখানেই রাত কাটানোর অনুমতি চায়, তখন ভাল লাগে না তাঁর। গোটা দিন বন্ধুদের সঙ্গে তুমি যা ইচ্ছে কর না। রাতেও এক সঙ্গে থাকার দরকার কী।
সঞ্জয় দত্ত একবার মার খান কেন জানেন? সিগারেট খাওয়ার জন্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2017 08:53 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -