মেষ
বাড়তি কোনও আয় হতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতির যোগ। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব ভাবনাচিন্তা করে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আজ আধ্যাত্মিক আলোচনায় আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
বৃষ
আজ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। উচ্চশিক্ষার জন্য ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বৈদ্যুতিক জিনিস থেকে একটু সাবধান। আজ বুঝে না চললে অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফাঁসতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। দুপুরের পরে ব্যবসায় সঞ্চয় বাড়তে পারে।
মিথুন
অন্যের উপকার করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে মানসিক প্রশান্তি। ব্যবসায় উন্নতির যোগ।
কর্কট
আজ অন্যের কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিক থেকে সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তির যোগ আছে । হারিয়ে যাওয়া কোনও জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। আজ দিনটি খুব খারাপ যাবে না।
সিংহ
আজ সকালে অর্থ লাভ হতে পারে। আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্কবিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।
কন্যা
সারাদিন কিছু বাড়তি অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। আজ বিশেষ কোনও কাজের জন্য পরিবারের কাছ থেকে সুনাম অর্জন। ক্রয় বিক্রয়ের কাজে লাভের সম্ভাবনা কম। লাগামছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। পাওনা আদায় না হওয়ায় হতাশা। ব্যবসায় কোনও বিবাদ থেকে সাবধান।
তুলা
অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সকালের দিকে ঋণ হতে পারে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে আপ্লুত হবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা ভোগাবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
বৃশ্চিক
বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণে উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ বাড়বে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি। দীর্ঘ দিনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। পড়াশোনায় কিছু পরিবর্তন। বাড়তি কোনও কথার জন্য বিবাদ।
ধনু
কর্মক্ষেত্রে কোনও কাজের জন্য চিন্তা বাড়তে পারে। পেটের রোগ বৃদ্ধি। আজ পুরনো কোনও আশা ভঙ্গ হতে পারে। সন্তানের ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।
মকর
কোনও কাজ ভুল করার জন্য অপমানিত হতে পারেন। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধুসেবায় মনে প্রশান্তি।
কুম্ভ
সকালে স্ত্রীর কোনও ভাল কথার জন্য সারা দিন মনে আনন্দ। জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে কোনও উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
মীন
রাজনৈতিক ব্যক্তিদের সম্মানহানিকর কথা শুনতে হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে বিপদ হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।