দেখে নিন এ বছরে মুক্তি পাওয়া সেরা ৫ ছবির প্রথম দিনের ব্যবসার হিসেব রেস ৩- ২৮.৫০ কোটি বাগী ২- ২৫.১০ কোটি পদ্মাবত- ১৯ কোটি (১ দিন আগের প্রিভিউ ধরলে ২৪ কোটি) প্যাডম্যান- ১০.২৬ কোটি রেড- ১০.০৪ কোটি পিছনে পড়ল রেস ৩, বলিউডে সবথেকে বড় ওপেনিং পেল সঞ্জু
ABP Ananda, Web Desk | 30 Jun 2018 03:41 PM (IST)
মুম্বই: বক্স অফিসে নজিরবিহীন যাত্রা শুরু করল সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু। ছবি সমালোচকদের প্রশংসিত হয়েছে, ধন্য ধন্য করছেন দর্শকরা। প্রথমদিনই সঞ্জু ৩৪ কোটি টাকা রোজগার করেছে বলে প্রাথমিকভাবে হিসেব মিলেছে। প্রথম দিনের হিসেবে এতদিন এক নম্বরে ছিল সলমন খানের রেস ৩। কিন্তু তাকে পিছনে ফেলেছে সঞ্জু। বিশেষজ্ঞরা বলছেন, এবার রেস ৩ বড় লোকসান খাবে। শুধু তাই নয়, রণবীর কপূরের ঝিমিয়ে থাকা কেরিয়ারে দুর্দান্তভাবে অক্সিজেনও জুগিয়েছে সঞ্জু। মার্কেট অ্যানালিস্ট তরণ আদর্শ বলেছেন, ৩ দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে এই ছবি।