দেখুন: বৃষ্টিতে আটকে পড়লেন সারা, ছাতা নিয়ে পৌঁছে গেলেন কার্তিক আরিয়ান
(সব ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়া নিয়ে দুজনের সম্পর্ক নিয়েও জোর জল্পনা চলছে।
কিছুদিন আগে সারা তাঁর বিশেষ বন্ধু কার্তিকের সঙ্গে দেখা করতে লখনউ গিয়েছিলেন।
এখন দুই তারকা ভিন্ন ভিন্ন সিনেমার শ্যুটিয়ে ব্যস্ত। কিন্তু এরপরও বিভিন্ন সময়ে তাঁদেরকে একসঙ্গে দেখা যায়।
সারা ও কার্তিককে খুব শীঘ্রই লভ আজকল সিনেমার সিকোয়েলে দেখা যাবে। সিনেমার শ্যুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে।
ছবি দেখে বোঝা যাচ্ছে যে, জিমের বাইরে বেরিয়ে বৃষ্টিতে আটকে পড়েন সারা। সেই সময় ছাতা হাতে সেখানে চলে আসেন কার্তিক।
সম্প্রতি কিছু ছবি সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে যে বৃষ্টিতে আটকে পড়া সারার কাছে ছাতা হাতে পৌঁছে গেলেন কার্তিক।
দুজনকে খুব শীঘ্রই একসঙ্গে রূপোলি পর্দায় দেখা যাবে। সিনেমার শ্যুটিং তো বটেই, তাছাড়াও বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা যায়।
ইদানিং প্রায়শই সারা আলি খান ও কার্তির আরিয়ানকে একে অপরের সঙ্গে আউটিং করতে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -