মুম্বই: তারকা পরিবারে জন্ম, কিন্তু অভিনয় নয়, প্রথমে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। প্রথম ছবির নায়কের সঙ্গে জড়িয়েছিলেন সম্পর্কেও। আজ তাঁর জন্মদিন। 'কেদারনাথ' ছবির হাত ধরে তিনি পা রেখেছিলেন বলিউডে। সারা আলি খান (Sara Ali Khan)। সেফ আলি খান (Saif Ali Khan) -এর কন্যা। আজ তাঁর জন্মদিন। ২৭ বছরে পা রাখলেন অভিনেত্রী। 


প্রথম জীবনেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন সারা। মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল সারা আলি খানের। শুধু তাই নয়, বাবার দ্বিতীয় স্ত্রী করিনা কপূরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সারার। তাঁর নিজের ভাই ইব্রাহিম ও সৎ ভাই তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জাহাঙ্গির (Jahangir)-এর সঙ্গেও ভালো সম্পর্ক তাঁর। হামেশাই ভাইদের সঙ্গে সময় কাটান সারা। 


প্রথম জীবনে অভিনেত্রী নিউ ইয়র্ক (New York) থেকে পড়াশোনা করেছেন। এরপর 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ। কিন্তু নিজের বেশি ওজনের জন্য সমস্যায় পড়তেন তিনি। বিভিন্ন শারীরিক সমস্যাও ছিল তাঁর ওজন বাড়ার অন্যতম কারণ। Polycystic Ovary Syndrome রোগের শিকার হয়েছিলেন তিনি। এর জন্য একটা কঠিন ডায়েট মেনে চলতে হয়েছিল তাঁকে। শুধু ডায়েট নয়, সারাকে প্রায় দেড় বছর কড়া শরীরচর্চাও করতে হয়েছিল। সেই সব পেরিয়ে সারা এখন তন্বী। 


আরও পড়ুন: Kareena Kapoor: 'প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে নিজের লড়াই চলে', অকপট করিনা কপূর


সারার জীবনের প্রথম নায়ক সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Raajput)। 'কেদারনাথ' ছবির পর বলিউডে সুশান্ত-সারার সম্পর্কের জল্পনা কানে এসেছিল একাধিকবার। পরোক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন সুশান্ত-সারা। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। এরপর সুশান্তের মৃত্যুর পরেও সারা আলি খানের নাম উঠে এসেছে একাধিকবার। শোনা যায়, সম্পর্ক পরিণতি না পেলেও সুশান্তের সঙ্গে যোগাযোগ ছিল সারার। এমনকি মাদক মামলায় জড়িয়ে গিয়েছিল তাঁর নামও। 


'কেদারনাথ'-এর পরে রণবীর সিংহের (Ranveer Singh)-এর সঙ্গে সিম্বা (Simbaa) ছবিতে অভিনয় করেছেন সারা। এরপর 'লাভ আজ কাল' (Love Aaj Kaal),কুলি নম্বর ওয়ান (Kooli No. 1), ও অতরঙ্গী রে (Atrangee Re) ছবিতে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে একাধিক কাজও। 


বলিউডে জাহ্নবী কপূর (Janhabi Kapoor) -এর সঙ্গে ভালো সম্পর্ক সারার। হামেশাই একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায় তাঁদের। একসঙ্গে ছুটি কাটাতেও যান জাহ্নবী-সারা।