মুম্বই: বলিউডে তাঁর প্রথম সিনেমা 'কেদারনাথ'-এর মুক্তির আগেই বিতর্কে জড়ালেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান। সিনেমার প্রযোজকরা সারার বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নির্মাতাদের অভিযোগ, যে ডেটগুলি সারা প্রথমে তাঁদের আগে দিয়েছিলেন, সেই ডেটগুলি এখন 'সিম্বা' সিনেমার জন্য দিয়েছেন।


স্কাই প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের এক আধিকারিক হাইকোর্টে আর্জি জানিয়েছেন। তাঁর আর্জি, পূর্ব প্রতিশ্রুতি পালনে সারাকে নির্দেশ দিক আদালত। একইসঙ্গে সারার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। আদালতে প্রশ্ন উঠেছে, কোনও অভিনেতা বা অভিনেত্রী আগে থেকে দেওয়া ডেট পরিবর্তন করতে পারেন কিনা, বা অন্য কোনও সিনেমার জন্য দিতে পারেন কিনা।
নির্মাতাদের পক্ষ থেকে অভিযোগ, ২০১৭-তে সারা চুক্তি করেছিলেন। , অভিষেক কপূর পরিচালিত সিনেমা 'কেদারনাথ'-এর মূখ্য অভিনেত্রী হিসেবে সারার কাজ করার চুক্তি হয়েছিল। সারা মে থেকে জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন সারার ম্যানেজার বলছেন, জুনে তিনি শ্যুটিং করতে পারবেন না। কারণ, ওই সময় সারা তাঁর দ্বিতীয় সিনেমা 'সিম্বা'-র শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন। আদালতে আর্জিতে অভিযোগ করা হয়েছে, সারা এভাবে চুক্তি ভেঙেছেন। তাই তাঁ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদালত মামলার শুনানির দিন শুক্রবার ধার্য করেছে।