জিমের বাইরে হাসিখুশি মেজাজে সারা আলি খান
সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সারা ও বরুণ। (ছবি-মানব মঙ্গলানি)
এই সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন বরুণ ধবন। (ছবি-মানব মঙ্গলানি)
এছাড়াও সারাকে ডেভিড ধবন পরিচালিত কুলি নম্বর ওয়ান-এর সিকোয়েলেও দেখা যাবে। (ছবি-মানব মঙ্গলানি)
সিনেমায় রোমান্টিক মুডে দেখা যাবে সারা ও কার্তিককে। (ছবি-মানব মঙ্গলানি)
সারা ও কার্তিককে লভ আজ কাল সিনেমার সিকোয়েলে দেখা যাবে। সিনেমার পরিচালক ইমতিয়াজ আলি। (ছবি-মানব মঙ্গলানি)
সম্প্রতি সারাকে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে। নৃত্যু অনুশীলনের পর ক্যামেরা-বন্দি হয়েছিল তাঁদের ছবি। (ছবি-মানব মঙ্গলানি)
মলদ্বীপে তাঁর অবসর বিনোদনের বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সারা। (ছবি-মানব মঙ্গলানি)
কয়েকদিন আগে মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন সারা। মা ও ভাইয়ের সঙ্গে দারুণ একটা ছুটি কাটিয়েছেন তিনি। (ছবি-মানব মঙ্গলানি)
আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন সারা। (ছবি-মানব মঙ্গলানি)
ইংরেজি নববর্ষে সারা আলি খান দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরেই ফের জিমে ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি জিমের বাইরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি । (ছবি-মানব মঙ্গলানি)