কলকাতা: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত ছবি 'গ্য়াসলাইট'। এর আগে ২০২১ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল সারার ছবি 'আতরঙ্গি রে'। তাঁর শেষ থিয়েটারে রিলিজ ছিল 'লাভ আজ কাল' এবং 'কুলি নং 1'। কিন্তু এই দুটি ছবিতেই তিনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, সারা তার চলচ্চিত্রগুলির ব্যর্থতা এবং সেগুলি থেকে কী শিখেছেন সে সম্পর্কে মুখ খুললেন।
তিনি জানালেন, 'আমি থিয়েটারের জন্যই একজন অভিনেতা হয়েছি'। প্রসঙ্গত, 'কেদারনাথ' (Kedarnath) ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। সম্প্রতি, 'নেপোটিজম' (Nepotism) বিতর্কে মুখ খুলেছিলেন সারা। তিনি জানান, অভিনেতা বাবা-মা, অভিনেত্রী ঠাকুমা, এমন পরিবার থেকে আসার জন্য প্রায়ই 'নেপোটিজম' (Nepotism) কটাক্ষের শিকার হতে হয় তাঁকেও। সারার মতে অবশ্য, ফিল্ম দুনিয়ার বাইরে থেকে যাঁরা আসেন কাজ করতে তাঁদের সফর অনেক কঠিন হয় তারকা সন্তানদের তুলনায়।
আরও পড়ুন...
অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির ক্ষেত্রে বা ব্রেক পেতে তারকা সন্তানদের থেকে বাইরের মানুষদের বেশি কঠিন পরিশ্রম করতে হয় কি না। সারা বলেন, তিনি তাঁর নিজের স্থান সম্পর্কে অবগত। তাঁর মতে, 'যে সমস্ত জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারব না সেই সম্পর্কে বেশি ভাবা, চর্চা করা, বা গুরুত্ব দেওয়া একেবারে লাভজনক নয়। এখন আমার মা বাবা কে, সেটা তো আমি বদলাতে পারব না। আমার চেষ্টা এটাই থাকবে যে নিজের অস্তিত্ব যাতে নিজে তৈরি করতে পারি। কিন্তু আমি আমার নামের থেকে পালাতে তো পারব না, এবং আমি পালাতে চাইও না। কিন্তু আমার চেষ্টা এটাই থাকবে যে মানুষ যাতে আমার কাজ পছন্দ করে এবং ফলস্বরূপ তাঁরা যাতে আমাকে স্বতন্ত্রভাবেও চেনে।' তিনি আরও বলেন যে তিনি তাঁর বিশেষাধিকার সম্পর্কে 'কৃতজ্ঞ' এবং 'সচেতন'। সারার কণ্ঠে ইতিবাচক স্বর শোনা গেল। তিনি বলেন, 'মানুষ আমাকে সিম্বা ও কেদারনাথ ছবির পর স্বতন্ত্রভাবে চিনতে শুরু করেছে।'