কলকাতা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ (Hoichoi) দেখা যাচ্ছে ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চারটি পর্ব। অনুরাগীদের ভালবাসা পাচ্ছে এই সিরিজ, তবে সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীর (Jayati Chakraborty) ফেসবুক পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। গতকাল, বুধবার, ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন জয়তী চক্রবর্তী। তাঁর বক্তব্য, 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের জন্য একটি গান তিনি গেয়েছিলেন। তাঁর ধারণা ছিল সেই গানটি ব্যবহার করা হয়েছে। কিন্তু সিরিজ দেখে তিনি বুঝতে পারেন, তাঁর কণ্ঠে গানটি ব্যবহার করা হয়নি। জয়তী লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই। আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।' এই ঘটনায় তিনি 'আঘাত পেয়েছেন' বলে পোস্টে জানান তিনি।


অন্য়দিকে, আজ জন্মদিন অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তাঁর সম্পর্কে প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনা যায়, এক বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। তখন তিনি রীতিমতো সফল অভিনেত্রী, কিন্তু সেই বিজ্ঞানী চিনতেন না কঙ্গনাকে। অভিনেত্রীর চেয়েছিলেন, তাঁর পেশার আকর্ষণে নয়, তাঁর সঙ্গে যিনি থাকবেন, তিনি যেন মানুষ হিসেবে সম্মান করেন তাঁকে। আর তাই প্রথমে নিজের পেশার ব্যাপারে তাঁকে কোনও আঁচই দেননি কঙ্গনা। মেলামেশা শুরু করেন খুব সাধারণ একটি মেয়ে হিসেবেই। কিন্তু খুব বেশিদিন লুকিয়ে রাখা যায়নি কঙ্গনার পেশা। একবার কঙ্গনা সেই প্রেমিককে নিয়ে একটি ফ্যাশান শো-এর অনুষ্ঠানে যান। সেখানে পাপারাৎজিরা স্বভাবতই ঘিরে ধরে তাঁকে। তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করেন কঙ্গনাও। প্রেমিকপ্রবরের তখন চোখ কপালে। তিনি বলেন, 'তুমি গোটা দুনিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ তা তো আমি জানতামই না'। গল্প থামিয়ে কঙ্গনাও হেসে উঠে শ্রোতাদের উদ্দেশে বলেন, 'একজন বিজ্ঞানীর বেশিরভাগ সময়টাই কেটে যায় ল্যাবে। গবেষণায়। তাঁর পক্ষে বাইরের দুনিয়ার সবকিছু চেনা জানা নাও সম্ভব হতে পারে। ও আমায় দেখেছে বাড়িতে বাসন মাজতে। আর সেই আমিই যে ব়্যাম্পে ডিভা, তা ওর কল্পনাতেও আসেনি।'


পাশাপাশি, আজ  নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করলেন সঙ্গীতশিল্পী আতিফ আসলাম (Atif Aslam)। জানালেন নিজের বাবা হওয়ার খবর। শুধু তাই নয়, সন্তানের কী নাম রাখলেন তাও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তিনি। পাকিস্তানি গায়ক আতিফ আসলামের Atif Aslam) স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিলেন কন্য়া সন্তানের। সদ্য়োজাতর নাম রাখলেন হালিমা আতিফ আসলাম। ছবি পোস্ট করে ক্য়াপশানে লিখলেন, "অবশেষে অপেক্ষার পালা শেষ। আমার হৃদয়ের নতুন রানী এসেছে। " তিনি আরও লেখেন, "বেবি এবং সারা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনুগ্রহ করে আপনার প্রার্থনায় আমাদের মনে রাখবেন। হালিমা আতিফ আসলামের তরফ থেকে রমজান মোবারক।" তিনি হ্যাশট্যাগও যোগ করেছেন--রমজান।


অন্য়দিকে, বোমান (Bomman) ও বেলি (Bellie), এই জুটির নাম এখন বিশ্ববিখ্যাত। সকল ভারতবাসী তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। তাঁরা যে অস্কারজয়ী (Oscars 2023) 'এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করলেন ছবির প্রযোজক ও পরিচালক। নেটিজেনদের শুভেচ্ছাবার্তার বন্যা।