মুম্বই: সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। কেবল নিজের ফটোশ্যুট বা ছবির প্রচারের জন্য পোস্টই নয়, মাঝে মাঝেই একাধিক মজার ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সেখানে কখনও দেখা যায় ভাই ইব্রাহিম খানকে (Ibrahim Khan) তো কখনও থাকেন মা অমৃতা সিংহ (Amrita Singh)। সঙ্গে ছন্দ মিলিয়ে ক্যাপশন সারার পোস্টের বিশেষত্ব।
বিশ্ব সহোদর দিবসে বিশেষ পোস্ট সারা আলি খানের
আজ ১০ এপ্রিল। বিশ্ব সহোদর দিবস। আর এই বিশেষ দিনে ভাইয়ের সঙ্গে একাধিক মজার মুহূর্তের কোলাজ করে পোস্ট করলেন সারা আলি খান। ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল অনুরাগীদের।
সারা সেখানে গান গেয়েও শোনাচ্ছেন। 'পাকিজা' ছবির বিখ্যাত গান 'চলো দিলদার চলো' শোনা গেল 'চকা চক গার্ল'-এর কণ্ঠে। আর দিদির গান শুনে ভাইয়ের প্রতিক্রিয়া দেখার মতো!
সারার গানে ইব্রাহিমের প্রতিক্রিয়া
আপনার যদি ভাই বা বোন থাকে, তাহলে এমন প্রতিক্রিয়ায় অবাক হওয়ার কিছুই নেই। দিদির গান শুনে নাক সিঁটকে ভাই। যেন এমন খারাপ ও বেসুরো গান পৃথিবীতে আর কেউ গাইতেই পারে না। ইব্রাহিমের মজার এক্সপ্রেশন ভাইরাল।
ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শুভ সহোদর দিবস। আমাদের হাসতে, গাইতে ও খেলতে দেখুন। অবশ্য আমি জানি আমি বিরক্তিকর।'
আরও পড়ুন: Prakash Raj Update: 'আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি', প্রকাশ রাজের নিশানায় কেন্দ্রের হিন্দি প্রীতি
ভিডিওর শুরুতে এক ঝলক তাঁদের মা অভিনেত্রী অমৃতা সিংহকেও দেখা যায়। যেখানে সারা তাঁর ভাইকে জিজ্ঞেস করে তারা একরকমের কি না। ইব্রাহিমের সপাট জবাব, 'না'। সঙ্গে সঙ্গে তাঁদের মায়ের উত্তর, 'দুজনেই উপদ্রব, দাবি-দাওয়া সমেত উপদ্রব।' এরপর ভিডিওর শেষের দিকে সারার গান শুনে ইব্রাহিমের প্রতিক্রিয়া 'ভয়ঙ্কর'।
সারা ও ইব্রাহিমের এই দুষ্টুমিষ্টি খুনসুটির সম্পর্ক দর্শকেরা বেশ পছন্দ করেন। সহোদর দিবসে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন সকলে।