পুণে: গতকাল আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) পেসার হর্ষল পটেল (Harshal Patel)। তিনি ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। তাঁর দল সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু এরপরেই খারাপ খবর পান এই ক্রিকেটার। যে খবরের কথা তিনি কোনওদিন দুঃস্বপ্নেও ভাবেননি। তিনি জানতে পারেন, বোনের মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ পেয়েই বায়ো বাবল ছেড়ে বাড়ি চলে যান হর্ষল।


হর্ষল পটেলের বোনের মৃত্যু


আরসিবি সূত্রে জানা গিয়েছে, বোনের মৃত্যুর খবর পেয়ে মাঠ থেকেই বাড়ির দিকে রওনা হন হর্ষল। পুণে থেকে মুম্বই ফেরার জন্য তিনি টিমবাসেও ওঠেননি। নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেন তিনি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবি-র। সেই ম্যাচের আগেই হয়তো পারিবারিক বিপর্যয় সামলে ফের দলে যোগ দেবেন হর্ষল।


মুম্বইকে হারাল ব্যাঙ্গালোর


গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫১ রান করে মুম্বই। ৩৭ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। তিনি পাঁচটি বাউন্ডারি ও ৬টি ছক্কা মারেন। বেঙ্গালুরুর হয়ে দু’টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল। একটি উইকেট নেন আকাশ দীপ।


সহজেই মুম্বইয়ের রান টপকে যায় আরসিবি। ৬৬ রান করেন অনুজ রাওয়াত। বিরাট কোহলি করেন ৪৮ রান। বিরাটের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে তারপরেও জয় পেতে কোনও সমস্যা হয়নি আরসিবি-র। 


ম্যাচ শেষ হওয়ার পর সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হয় বিরাটের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘পাজি, তোমার সঙ্গে দেখা হলে সবসময় ভাল লাগে।’


আরসিবি-র পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় সচিন-বিরাটের ছবি শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে লেখা হয়েছ, ‘একই ছবিতে ১৭০টি আন্তর্জাতিক শতরান।’