মুম্বই: বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে প্রেমের গুঞ্জন। অবশেষে কী শুভমন গিল (Subhman Gill)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan)? ক্রিকেটার হোক বা নায়িকা, এ নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই, তবে শোনা যাচ্ছে, ঠাকুমা শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore)-এর জুতোতেই নাকি পা গলাতে চলেছেন সারা। আর এবার, বিয়ে নিয়ে মুখ খুললেন নবাব-কন্যা। কী বললেন তিনি। 


সদ্য মুক্তি পেয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal)-এর সঙ্গে তাঁর ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara hatke Zara Bachke)। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি সারা। সেখানে নায়িকাকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটারের গলায় মালা দিতে তিনি রাজি কি না? হেসে নায়িকা উত্তর দেন, বিয়ে করার জন্য জরুরি মনের মিল হওয়া। পেশা নয়। একটা সময় আমার মনে হত, আমি কোনও চিকিৎসককে বিয়ে করব না, কারণ সে পালিয়ে যাবে। জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়, কেবলমাত্র মনের মিল হলে, মানুষটা আমায় বুঝলেই আমি তাঁর গলায় মালা দিতে পারি। মানুষটার কি পেশা, সে কী করেন, তা নিয়ে আমার কিছু যায় আসে না।' 


এই উত্তরে কী ব্যক্তিগত জীবন নিয়ে ধোঁয়াশাই বজায় রাখলেন সারা? সেই উত্তর অবশ্য তিনিই জানেন। আপাতত নতুন ছবির প্রচারে ভিকির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নায়িকাকে। সম্প্রতি আইপিএলের গুজরাত টাইটান্স (Gujrat Tinans) বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)-এর ম্যাচ দেখতে গিয়েছিলেন ভিকি ও সারা। সেখানে শুভমন আউট হতেই, দর্শকাসনে নজর কাড়ে সারার নাচ। সেই ব্যাখ্যা অবশ্য পরে দিয়েওছেন নায়িকা। তিনি বলেছেন, এই আইপিল-এ তিনি কেবলমাত্র মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)-কেই সমর্থন করছেন। চেন্নাই আইপিএল জয়ী হওয়ায় তাই খুশি নায়িকাও।


অন্যদিকে, প্রথম সপ্তাহান্তের শেষে সারা-ভিকির ছবি ২২ কোটির গণ্ডি পার করে ফেলেছিল। শুরু হয়েছে নতুন সপ্তাহ। সপ্তাহের শুরু, তার ওপর বড় বাজেটের ছবি নয়, তাতেও ৪.৪১ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। অর্থাৎ প্রথম চারদিন পর এই ছবির মোট ২৬.৭৩ কোটি টাকা। এই মুহূর্তে 'জরা হটকে জরা বঁচকে' বক্স অফিসে লড়াই করছে আদাহ্ শর্মার সুপারহিট ছবি 'দ্য কেরালা স্টোরি' ও 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'-এর সঙ্গে। 


তবে আগের তিন দিনের হিসেব অনুযায়ী, সোমবার 'জরা হটকে জরা বঁচকে'র ব্যবসা নিম্নমুখী অনেকটা। তাও আশা করা হচ্ছে শীঘ্রই এই ছবি ৩০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলবে। 


আরও পড়ুন: Dark Circles: প্রাকৃতিক উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেলের সমস্যা? রোজের মেনুতে রাখুন এই খাবারগুলি


আরও পড়ুন: Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?