নয়াদিল্লি: ফের তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছিল তাঁর অমরনাথ যাত্রার (Amarnath Yatra) ছবি ও ভিডিও। আর আজ, শনিবার, নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একটি ভিডিও। কয়েক সেকেন্ডে দর্শকদের সঙ্গী করলেন তাঁর অমরনাথের গুহা পর্যন্ত পৌঁছনোর সফরের। 


অমরনাথ যাত্রায় সারা আলি খান


করোনা অতিমারীর কাঁটা পেরিয়ে প্রায় ২ বছর পর দর্শনার্থীদের জন্য দ্বার খুলেছে অমরনাথের। ২৯ জুন জম্মু থেকে যাত্রা শুরু হয়েছে। এবার সেই যাত্রায় সামিল 'কেদারনাথ' অভিনেত্রী সারা আলি খানও। সংবাদ সংস্থার এএনআইয়ের তরফে সারার ছবি ও ভিডিও শেয়ার করা হয়। 


ANI-এর শেয়ার করা ভিডিওয় দেখা যায় পাহাড়ি রাস্তা ধরে নেমে আসছেন অভিনেত্রী, খুব সম্ভবত অমরনাথ দর্শন সেরে। তাঁকে ঘিরে নিরাপত্তাকর্মীরা। সারার পরনে নীল রঙের জ্যাকেট, প্যান্ট এবং মন্দিরের দেওয়া পবিত্র লাল ওড়না জড়ানো গলায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, এক অনুরাগী লেখেন, 'অমৃতা সিংহ খুব সুন্দর সন্তানকে বড় করেছেন।' অপর একজন লেখেন, 'সারা একজন নিবেদিত অভিনেত্রী।'


আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সারা আলি খান। ক্যাপশনে লেখেন, 'জয় বাবা বরফানি'। অমরনাথ যাত্রার ছোট্ট একটি অংশ পোস্ট করেন তিনি। 


 






সম্প্রতি 'জরা হঠকে জরা বঁচকে' ছবির প্রচারে সারাকে বলতে শোনা যায়, তাঁর মন্দির দর্শন নিয়ে নেটিজেনদের ট্রোল করার প্রসঙ্গে। সেখানে চমৎকার উত্তরও দেন অভিনেত্রী। সারা বলেন, 'এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি আজমের শরিফে যে ভক্তি নিয়ে যাব, সেই একই বিশ্বাস বা ভক্তি নিয়ে বাংলা সাহিব ও মহাকালে যাব। আমি সর্বত্র যেতেই থাকব। মানুষ যা ইচ্ছা বলতেই পারেন।'


আরও পড়ুন: Biyer Phool: 'বিয়ের ফুল' ধারাবাহিকে ছদ্মবেশে নবনীতা দাস, ব্রহ্মচারী বাড়িতে পরিচারক সেজে হাজির 'কল্যাণ'


২০১৮ সালে বলিউডে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সেফ আলি খানের কন্যা সারা আলি খান। ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর তাঁকে রোহিত শেট্টির 'সিম্বা ২', 'লভ আজ কাল ২', 'কুলি নং ১', 'অতরঙ্গি রে', 'গ্যাসলাইট' ছবিতে দেখা যায়। সর্বশেষ তাঁকে ভিকি কৌশলের বিপরীতে 'জরা হটকে জরা বঁচকে' ছবিতে দেখা যায়। কম বাজেটের ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালই লাভ করে এই ছবি। এরপর অভিনেত্রীর হাতে রয়েছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' নামের থ্রিলার ড্রামা ও অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবি দুটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial