ITR: হাতে রয়েছে আর একটা সপ্তাহ। ৩১ জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল না করলে ভুগবেন আপনি। তবে অসুবিধার পাশাপাশি এই নির্দিষ্ট তারিখের মধ্য়ে আয়কর ফাইল (Income Tax) করলে পেতে পারেন কিছু সুবিধা। জেনে নিন, কী সুবিধা পাবেন আপনি। 


Income Tax Return: ৩১ জুলাই নিয়ে ট্যুইট করল আয়কর বিভাগ
ইতিমধ্য়েই নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমার কথা বলেছে আয়কর বিভাগ। যেখানে বলা হয়েছে,'সেভ দ্য ডেট, ডোন্ট গেট লেট'। এই ট্যুইটের পাশপাশি ৩১ জুলাইয়ের মধ্য়ে আয়কর জমার সুবিধা সম্পর্কে নাগরিকদের সচেতন করেছে কর্তৃপক্ষ। 


ITR: নির্দিষ্ট সময়ে আয়কর জমা দিলে কী সুবিধা
১ আগামী ৩১ তারিখের মধ্য়ে আয়কর রিটার্ন জমা দিলে বেশকিছু সুবিধা পাবেন আয়করদাতারা। সেই ক্ষেত্রে ঋণ নেওয়ার সময় অতিরিক্ত ঝক্কি পোহাতে হবে না আবেদনকারীর। এখানেই শেষ নয়। 


২ ভিসা পাওয়ার ক্ষেত্রেও আপনি পাবেন সুবিধা। বার বার ভিসার জন্য পড়তে হবে না সমস্যায়।


Income Tax: ৩১ জুলাইয়ের মধ্য়ে আয়কর জমা না দিলে কী অসুবিধা
১ এই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন ফাইল না করলে কোনও ধরনের লোকসানের টাকা পরবর্তী অর্থবর্ষে ট্রান্সফার করা  হয় না।
২ প্রতি মাসে 1% হারে সুদ
যথা সময়ে আয়ের রিটার্ন দাখিল করলে ধারা 234A-র অধীনে সুদ দিতে হবে। প্রতি মাসে সেই ক্ষেত্রে আয়কারদাতাকে  1% হারে সুদ দিতে হবে। সেই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট ধার্ষ হবে দেরি করে আইটিআর ফাইল করা ব্যক্তির।সহজ কথায় আয়ের রিটার্ন দাখিল করতে দেরি হলে  করদাতা প্রতি মাসে 1% বা এক মাসের কিছু অংশে সিম্পল ইন্টারেস্ট দিতে দায়বদ্ধ।
৩ আয়কর আইনের ধারা 234F অনুসারে, যেকোনও করদাতা 31 ডিসেম্বরের মধ্যে (চলতি অর্থবর্ষে) তাদের ট্যাক্স রিটার্ন দাখিল না করলে,5,000 টাকা জরিমানা দিতে হবে। 31 জুলাইয়ের পরে 234F ধারা অনুযায়ী জরিমানা 5,000 টাকা।



ITR Filing: জীবিত ব্যক্তির পাশাপাশি আপনি চাইলে জমা দিতে পারবেন মৃত ব্যক্তির আয়কর রিটার্ন। সেই ক্ষেত্রে মৃতের বৈধ উত্তরাধিকারী আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। এতে মৃতের আয়কর রিটার্নের ওপর ছাড় পাওয়া যাবে।


Tax News: রেজিস্ট্রেশন করতে হবে আগে
ঘরে বসেই মৃত ব্য়ক্তির আয়কর রিটার্ন দাখিল করা যায়। মৃত ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করার আগে আইনত উত্তরাধিকারী হিসাবে রেজিস্ট্রেশন করতে হয়। যেদিন পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন তাঁকে ততদিনের ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স ফাইলের ওপরই ফেরত দাবি করতে পারবেন উত্তরাধিকারী। তবে, যদি রিটার্ন দাখিল না করা হয়, তাহলে আয়কর বিভাগ ব্যক্তি জীবিত থাকাকালীন যা ব্যবস্থা নিত তাই নেবে। 


আরও পড়ুন Income Tax Return: মৃত ব্যক্তিরও জমা দিতে হয় আয়কর রিটার্ন ? না করলে কি জরিমানা !