Sara Ali Khan Viral Video: শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস সারা আলি খানের, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2021 06:25 PM (IST)
বলিউড অভিনেত্রী সারা আলি খান শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না।
মুম্বই: বলিউড অভিনেত্রী সারা আলি খান শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না। ভিডিওতে সারাকে কাপড়ের দড়ির সাহায্যে বিশেষভাবে ঝুলন্ত অবস্থায় যোগ করতে দেখা যাচ্ছে। আসলে নিজেকে ফিট রাখতে যোগাভ্যাসের এটাও একটা পদ্ধতি। সারা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, উইক এন্ডে ঝুলন্ত অবস্থায়। উল্লেখ্য, বর্তমানে সারা মলদ্বীরে মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করছেন। সেখান থেকেই এই ভিডিও শেয়ার করেছেন সারা। এর আগে তিনি এই অবসর বিনোদনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সারা এমনিতে ফিটনেস নিয়ে খুবই খুঁতখুঁতে। তাঁকে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাতে দেখা যায়। আর তাঁর ওজন ঝরিয়ে ছিপছিপে হয়ে ওঠার কথা তো সবারই জানা। সারাও তাঁর এই রূপান্তরের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সম্প্রতিই সারাকে বরুণ ধবনের সঙ্গে কুলি নম্বর ওয়ান সিনেমায় দেখা গিয়েছিল। এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছিল। সিনেমাটি সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। ২০১৮-তে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সইফ আলি খান-অমৃতা সিংহর কন্যা সারা আলি খানের। এরপর রণবীর সিংহর সঙ্গে সিম্বা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছিল। এছাড়াও সারা তাঁর আগামী সিনেমা অন্তরঙ্গী রে-র শ্যুটিংয়েও ব্যস্ত রয়েছেন। এই সিনেমা সারার সঙ্গে অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সারা আলি খান। মাঝেমধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। তা ছাড়াও আলোকচিত্রীদের ক্যামেরাতেও বিভিন্ন সময় তাঁর ছবি দেখা যায়। বলিউডের উঠতি জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম সারা।