নয়াদিল্লি: মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'অতরঙ্গি রে' (Atrangi Re)। 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। এই ছবিতেও বেশ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। স্বভাবতই বেজায় খুশি অভিনেত্রী। 'মিউজিক্যাল ড্রামা' এই ছবিতে সারার সঙ্গে অভিনয় করেছেন ধনুশ ও অক্ষয় কুমার (Dhanush and Akshay Kumar)।
'সিম্বা' অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন 'অতরঙ্গি রে' পরিচালক আনন্দ এল রাইয়ের (Aanand L Rai) উদ্দেশে। তাঁকে এই ছবিতে কাজ করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। যখন নিজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন সেই সময়ে 'তাঁর প্রতি বিশ্বাস' রাখার জন্য পরিচালককে কৃতজ্ঞতা জানিয়েছেন সারা।
পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে সারা একটি লম্বা পোস্টে লেখেন যে ২০২০ তাঁর কাছে 'কঠিন বছর' ছিল। 'অতরঙ্গি রে' ছবির কলশিটের জন্য তাঁর অপেক্ষার কথাও জানিয়েছেন তিনি।
সারার ভাষায়, 'আনন্দ এল রাই স্যর, আমি এখনও বিশ্বাস করতে পারছি না! প্রথমে রিঙ্কু আপনার ছিল, তারপর আমার, এখন সকলের। স্যর, আমার মনে হয় না আপনাকে যথেষ্ট ধন্যবাদ কখনও জানিয়ে উঠতে পারব আমাকে রিঙ্কু দেওয়ার জন্য। কিন্তু আমার ওপর বিশ্বাস রেখে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। কীভাবে নিজেকে ভালবাসতে হয় শেখানোর জন্য, আত্মবিশ্বাস যখন তলানিতে ঠেকেছিল তখন নিজের ওপর বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ। আমাদের খুঁতগুলোই যে আমাদের মানুষ তৈরি করে, এটা শেখানোর জন্য ধন্যবাদ।'
অভিনেত্রীর কথায় 'অতরঙ্গি রে' তাঁর জীবনের অঙ্গ হয়ে থাকবে। 'আমাকে শর্তহীনভাবে ভালবাসার জন্য ধন্যবাদ। আমাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনি জানেন ২০২০ আমার জন্য কঠিন ছিল। আমি চাই আপনি জানুন যে 'অতরঙ্গি রে' আপ তার বিভিন্ন শিডিউল আমাকে জীবিত রেখেছিল। প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আমি এই ছবির শুরু থেকে শুরু করতে রাজি আছি।'
সবশেষে অভিনেত্রীর মন্তব্য, 'আপনি, রিঙ্কু এবং অতরঙ্গি সবসময় সারার একটা অংশ হয়ে থেকে যাবে (হয়তো সবচেয়ে সৎ অঙ্গ)।'
ছবিতে বিহারের মেয়ের চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে যার সঙ্গে জোর করে তামিল ছেলে বিশু (ধনুশ)-র বিয়ে দিয়ে দেওয়া হয়। যদিও তাঁর সম্পর্ক ছিল সাজ্জাদ (অক্ষয় কুমার)-এর সঙ্গে। ছবিটি 'ডিজনি প্লাস হটস্টার'-এ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর।