ভিডিওতে বাবা সইফের সঙ্গে দেখা যাচ্ছে সারাকে। বাবার সঙ্গে চেয়ারে বসে খেলা করতে দেখা যাচ্ছে সারাকে।
ভিডিওতে জনপ্রিয় ‘ছোটা বচ্চা জান কে ন কোই আঁখ দিখানা রে’ গান শোনা যাচ্ছে। তবে এই গান এডিট করে ভিডিওতে দেওয়া হয়েছে।
২৩ বছরের সারা ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। তাঁর প্রথম সিনেমা বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে। এছাড়াও তিনি রণবীর সিংহ অভিনীত রোহিত শেঠ্ঠি পরিচালিত ‘সিম্বা’-তেও অভিনয় করেছেন।