মুম্বই: কর্ণ জোহরের হাত ধরে এবার ছবির দুনিয়ায় আসতে চলেছেন আর এক স্টার কিড। সেফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা সিনেমা জগতে পা রাখছেন হৃতিক রোশনের বিপরীতে প্রথম ছবি দিয়ে।

শোনা যাচ্ছে, ছবিটি হবে কমেডি-ড্রামা, পরিচালনা করবেন জোহর ঘনিষ্ঠ কর্ণ মালহোত্রা।

কয়েক মাস আগেও শোনা গিয়েছিল সিনেমায় নামছেন ২৪ বছরের সারা, তাও কর্ণ জোহরের ছবি দিয়েই। কিন্তু সারার মা অমৃতা ও জোহরের মধ্যে মতানৈক্যের জেরে তখন কাজ পাননি তিনি।

জানা গেছে, মতানৈক্য এখন দূর হয়েছে, আরও বড় প্রজেক্টের মাধ্যমে বলিউডে আসছেন সেফ কন্যা। শোনা যাচ্ছিল, হৃতিকের বিপরীতে ওই ছবিতে কাজ করবেন দীপিকা। কিন্তু এখন এক সংবাদপত্র দাবি করেছে, দীপিকা নন, সারাই করবেন ছবিটি।