কলকাতা: তাঁর নামের শেষে 'খান' থাকলেও, তিনি নিজের ধর্মের পাশাপাশি হিন্দুধর্মে বিশ্বাস করেন তিনি। হামেশাই তিনি ছুটে যান বিভিন্ন মন্দিরে, পুজো দেন। প্রার্থনা করেন। এমনকি বাড়িতে কোনও বিপদ ঘটলেও তিনি ছুটে যান মন্দিরেই। আর সদ্যই চন্দ্রমৌলেশ্বর মন্দিরে পুজো দিলেন সারা আলি খান (Sara Ali Khan)। অভিনেত্রী শুক্রবার কর্ণাটকের হুবলিতে শ্রী চন্দ্রমৌলেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন নিজের ছবি। সেখানে দেখা যাচ্ছে, তিনি সাদা ও গোলাপিতে একটি পোশাক পরে মন্দিরে গিয়েছিলেন।
তাঁকে কপালে তিলক এবং গলায় ফুলের মালা পরে থাকতে দেখা গেছে। সারা আলি খানের আগে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty), সুনীল শেট্টি (Sunil Shetty) এবং ক্যাটরিনা কইফও (Katrina Kaif) A সম্প্রতি উপকূলীয় কর্ণাটকের এই মন্দিরে গিয়েছিলেন। সারা আলি খান মন্দির চত্বরে কিছু ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলি শেয়ার করে নিয়েছেন। কিছুদিন আগে সারা আলি খানের বাবা সেফ আলি খানের ওপর আক্রমণ করা হয়। সেফের বাড়িতে ঢুকে পড়েছিল এক আততায়ী। ছুরি দিয়ে সেফের ওপর হামলা চালানো হয়। জানা গিয়েছে, সারা আলি খান তখন চন্দ্রমৌলেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। হুবলির মন্দিরে আসা সারা আলি তাঁর অনুরাগীদের জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে।
এর আগে, সারা তাঁর বান্দ্রার বাড়িতে তাঁর বাবা সেফ আলি খানের উপর হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেন, এই ঘটনা তাঁকে হতবাক করেছিল এবং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সারা জানিয়েছিলেন বাবাকে নিরাপদে রাখার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'আরও খারাপ কিছু হতে পারত। ঈশ্বরকে ধন্যবাদ যে, সবকিছু ঠিক আছে। আমাদের সকলের জীবনের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত।’
সারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুর্ঘটনাটি তাঁর পরিবারকে আরও কাছে এনেছে কিনা। তাঁর বাবা সেফের সঙ্গে তার বন্ধনকে আরও শক্তিশালী করেছে কিনা। সারা উত্তরে বলেছিলেন, ‘এই ঘটনা আমায় বুঝিয়েছে, সবকিছুই ক্ষণস্থায়ী। এটা আমার নতুন করে বোঝার কিছু নেই যে আমি আমার বাবাকে ভালোবাসি। আমি এটা গত 29 বছর ধরে জানি। আরও খারাপ কিছু হতে পারত এবং আমি খুব কৃতজ্ঞ যে সবকিছু ঠিক আছে। এই ঘটনা যেন আমাদের আরও একবার জীবনের মূল্য বুঝিয়ে দিয়ে গেল।‘ সারার মতে, ঘটনাটি তাকে জীবনের ছোট ছোট আনন্দের প্রশংসা করতে শিখিয়েছিল।উল্লেখ্য, 2025 সালের 16 জানুয়ারি সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরটি ছুরি দিয়ে তাদের আক্রমণ করেছিল বলে অভিযোগ। এরপরই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে।