মুম্বই : ৫১ তম জন্মদিন স্ত্রী করিনা কপূর খান ও দুই সন্তান তৈমুর এবং জেহ-র সঙ্গে মলদ্বীপে কাটাচ্ছেন বলিউড অভিনেতা সেফ আলি খান। হ্যান্ডসাম হাজবেন্ডের জন্মদিন সেলিব্রেশনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বেবো। এবার নিজের ইনস্টাগ্রামে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন সেফ কন্যা সারা আলি খান।


মাত্র কয়েকমাস আগেই চতুর্থবার বাবা হয়েছেন সেফ আলি খান। ছোট্ট জেহ-র জন্ম দিয়ে করিনা কপূরও তাঁর মা হওয়ার অনুভূতি নিয়ে লিখে ফেলেছেন আস্ত একটা বই। বইয়ের নাম দিয়েছেন 'প্রেগনেন্সি বাইবেল'। বইয়ের নাম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে, কোনও বিতর্কতেই যে মাথা ঘামানোর পাত্রী নন করিনা, তা তিনি বহুবার প্রমাণ করে দিয়েছেন। তাই সমালোচকদের একহাত নিয়ে সটান জানিয়ে দিয়েছেন, তিনি সবসময়ই পজিটিভ থাকতে পছন্দ করেন। কোনও নেতিবাচক ভাবনা তিনি কাছে ঘেঁষতে দিতে চান না। করিনা কপূরের সঙ্গে সেফ আলি খানের বয়সের অনেক পার্থক্য। তা নিয়ে সমালোচকরা ট্রোল করতেও ছাড়েন না। তার উপর চতুর্থবার বাবা হয়েছেন অভিনেতা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নজরেই থাকেন 'সইফিনা'। তবে, ট্রোলারদের মোটেই পাত্তা না দিয়ে সেফ আলি খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী। লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমি তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই।'



সমালোচকদের নজর তাঁদের পরিবারের উপর থাকলেও, করিনার মতো মোটেই সমালোচকদের পাত্তা দিতে রাজি নন সেফ কন্যা সারা আলি খানও। বাবার জন্মদিনে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন সারা। ছবিতে ছোট্ট জেহ-র সঙ্গে সেফ, করিনা এবং সারা তিনজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সারা লিখেছেন, 'হ্যাপিয়েস্ট বার্থ ডে আব্বা। আমার সুপারহিরো হওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার সবথেকে স্মার্ট বন্ধু। বেড়াতে যাওয়ার জন্য তুমিই আমার সবথেকে ভালো বন্ধু। আর আমার সবথেকে বড় প্রেরণা। লাভ ইউ।' বাবার জন্মদিনে ভালোবাসার বার্তার সঙ্গে ভালোবাসার চিহ্নও জুড়ে দিতে ভোলেননি সারা।


প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন ছবি 'আতরঙ্গি রে'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং দক্ষিণের তারকা ধনুশকে।