মুম্বই: ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যিনি, আজ সেই মেয়ে ফিরলেন দেশের মাটিতে। সরগম কৌশল (Sargam Kaushal)। ২১ বছর পরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ভারতকে ফিরিয়ে দিয়েছেন এই তরুণী বিবাহিতা। আজ মুম্বইতে ফিরলেন তিনি।
বিমানবন্দরে পা রাখা মাত্রই সরগমকে ঘিরে উচ্ছ্বাস। হালকা ক্রিম ও রুপোলি রঙের মিশেলে পোশাক পরেছিলেন সরগম। তাঁর মাথায় ছিল মুকুট। ফুল-মালায় সংবর্ধনা জানানো হয় তাঁকে। গায়ে জড়িয়ে দেওয়া হয় ভারতের পতাকা। ভালবাসায় সেই পতাকা গায়ে জড়িয়ে নেন সরগম। তারপর তা নিয়ে চিত্রগ্রাহকদের জন্য পোজও দেন তিনি।
আরও পড়ুন: Darshana Banik Exclusive: বলিউডে পা দর্শনার, অনুরাগ বসুর পরিচালনায় কাজ করে আপ্লুত বঙ্গকন্যা
৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা। সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি। বেশ জনপ্রিয় তাঁর কলম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম। এর আগে ভাইজ্যাকে শিক্ষকতা করতেন সরগম। তাঁর স্বামী নেভিতে কর্মরত। ৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মিসেস ওয়ার্ল্ড-এর (Mrs. World) খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়।
বাড়ির সবার থেকে নিজের পেশাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন পেয়েছেন সরগম। তাঁর বাবা, মা থেকে শুরু করে স্বামী, সবাই তাঁকে সমর্থন করেন এই পেশা চালিয়ে নিয়ে যেতে। খেতাব পেয়ে সরগম জানিয়েছেন, তিনি এই পেশার মর্যাদা রাখতে পারবেন কি না জানেন না, তবে চিরকাল তিনি চেষ্টা করে যাবেন তাঁর কাজের মাধ্যমে ভারতকে গর্বিত করার।