মুম্বই: ‘সরকার থ্রি’-র হাত ধরেই রামগোপাল ভার্মা স্বমহিমায় ফিরবেন বলে মনে করছে বলিউড। ছবি সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়িয়ে রামগোপাল জানিয়েছেন, তাঁর ছবিতে কোনও ভিলেন নেই, তবে ধূসর চরিত্র অবশ্যই আছে। নেই কোনও নায়কও।
রামগোপালকে প্রশ্ন করা হয়, ইয়ামি গৌতম ছবিতে খলনায়িকার ভূমিকায় আছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘সরকার থ্রি’-তে কোনও নায়ক বা খলনায়ক নেই। সব চরিত্রই এতে যথেষ্ট ধূসর, নিজের নিজের প্রত্যয় থেকে এক চুলও সরবেন না। তাই আলাদা করে নায়ক বা খলনায়ক হিসেবে চিহ্নিত করার কেউ নেই এখানে।
অমিতাভ বচ্চন ও সুভাষ নাগরের পাশাপাশি রামগোপালের এই ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতম, অমিত সাদ, জ্যাকি শ্রফ ও মনোজ বাজপেয়ীকে।
রাজনীতি, অপরাধ ও মতাদর্শগত বিরোধ নিয়ে এগোচ্ছে ছবির গল্প। ‘সরকার থ্রি’ মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল।
‘সরকার থ্রি’-তে কোনও হিরো বা ভিলেন নেই, জানালেন রামগোপাল ভার্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2017 12:15 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -