রামগোপালকে প্রশ্ন করা হয়, ইয়ামি গৌতম ছবিতে খলনায়িকার ভূমিকায় আছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘সরকার থ্রি’-তে কোনও নায়ক বা খলনায়ক নেই। সব চরিত্রই এতে যথেষ্ট ধূসর, নিজের নিজের প্রত্যয় থেকে এক চুলও সরবেন না। তাই আলাদা করে নায়ক বা খলনায়ক হিসেবে চিহ্নিত করার কেউ নেই এখানে।
অমিতাভ বচ্চন ও সুভাষ নাগরের পাশাপাশি রামগোপালের এই ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতম, অমিত সাদ, জ্যাকি শ্রফ ও মনোজ বাজপেয়ীকে।
রাজনীতি, অপরাধ ও মতাদর্শগত বিরোধ নিয়ে এগোচ্ছে ছবির গল্প। ‘সরকার থ্রি’ মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল।