আমস্টারডাম: বয়স ৯৯, বাড়ি নেদারল্যান্ডসে। বুড়ির ইচ্ছে ছিল, জীবনে একবার অন্তত গ্রেফতার হয়ে কয়েদি জীবন কাটাবেন। ভাইঝিকে সে কথা জানানোয় ব্যবস্থা হয়ে গেল। হাতকড়া পরে দিব্যি হাসিমুখে জেল ঘুরে এলেন থুত্থুড়ে বুড়ি।



বয়স ঢলে পড়েছে। পৃথিবীতে আর ক’দিনের বাস জানেন না। কিন্তু এতদিনের গোপন ইচ্ছেটা অসম্পূর্ণই থেকে যাবে? ভাইঝির শরণাপন্ন হন প্রায় একশো বছর বয়সি এই বৃদ্ধা। ভাইঝি যোগাযোগ করেন আমস্টারডাম থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, জাইমেঘেন জাইট জেল কর্তৃপক্ষের সঙ্গে। অ্যানির ইচ্ছের কথা শুনে কয়েদিদের গাড়ি নিয়ে চলে আসেন পুলিশ অফিসাররা।



হাতকড়া পরিয়ে অ্যানিকে গারদে ঢুকিয়ে দেওয়া হয়। ভীষণ আনন্দে সেখানে মিনিটকয়েক কাটান তিনি। সাধারণত সাধারণ নাগরিকদের গারদে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু অ্যানির জন্য নিয়মকানুন খানিকটা শিথিল করে জেল কর্তৃপক্ষ।

ফেসবুকে বুড়ির ছবি দিয়েছেন জেল কর্মীরা। তাতে পরিষ্কার, জেল যতটা খারাপ বলে সকলের ধারণা, আদপে ততটা খারাপ হয়তো নয়।