কলকাতা: তাঁদের প্রথম ছবি প্রেক্ষাগৃহে তেমন ব্যবসা করতে পারেনি। যাঁরা দেখেছিলেন, অবশ্যই প্রশংসা করেছিলেন। আর সেই প্রশংসা যে মিথ্যে ছিল না, তা প্রমাণ করেছিল জাতীয় পুরস্কার। ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে তাঁদের এই ছবি জিতে নিয়েছিল সেরা বাংলা ছবির খেতাব। 'কালকক্ষ'। পুরস্কারজয়ী সেই পরিচালক জুটিই নিয়ে আসছেন তাঁদের দ্বিতীয় ছবি 'মন পতঙ্গ'। এই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু বর্তমান সামাজিক পরিস্থিতির কারণেই এই ছবিটির মুক্তি দোলাচলে ছিল। অবেশেষে মুক্তি পাচ্ছে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ও অঞ্জন বসু নিবেদিত শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের দ্বিতীয় ফিচার ছবি ‘মন পতঙ্গ'। বর্তমান পরিস্থিতি, সমাজের বিভিন্ন ওঠাপড়ার মধ্যে এক প্রেম আর স্বপ্নের গল্প বলবে এই ছবি। যে পরিচালক জুটির প্রথম ছবিই জাতীয় পুরস্কার পেয়েছিল, তাঁদের দ্বিতীয় ছবি ঘিরে যে মানুষের প্রত্যাশা থাকবে, তা আর নতুন কী!
এই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস (Sima Biswas), জয় সেনগুপ্ত (Joy Sengupta), নবাগত শুভঙ্কর মোহন্ত (Subhankar Mohanta) ও বৈশাখী রায় (Baishakhi Roy), অমিত সাহা (Amit Saha), তন্নিষ্ঠা বিশ্বাস (Tannishya Biswas), জনার্দন ঘোষ (Janardan Ghosh), ত্রীবিক্রম ঘোষ (Tribikhram Ghosh), অনিন্দিতা ঘোষ (Anindita Ghosh), অনিন্দ্য রায় (Anindya Roy)-রা। তবে কেবল নামকরা অভিনেতা অভিনেত্রীরাই নন, এই সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছেন ফুটপাতবাসী মানুষেরা ও পথ শিশুরা। ছবির নিয়ে পরিচালক জুটি বলছেন, 'কালকক্ষ ছবির সঙ্গে, নতুন এই ছবির কোনও মিল নেই। 'কালকক্ষ' অনেক বেশী রূপকধর্মী একটি ছবি ছিল। 'মন পতঙ্গ' অনেক বেশী জীবন ভিত্তিক, প্রাণবন্ত।। 'মন পতঙ্গ' এক অদ্ভূত আকাঙ্খার আখ্যান। ওড়ার, পোড়ার এবং চিতাভস্ম থেকে আগুন পাখি হয়ে ফিরে আসার গল্প 'মন পতঙ্গ'। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে চরিতার্থ করার জন্য সবকিছু বাজি রাখার গল্প এই ছবি।'
তাঁদের প্রথম ছবি যে পরিস্থিতিতে মুক্তি পেয়েছিল, তার থেকে সামাজিক পরিস্থিতি বর্তমানে অনেক আলাদা। করোনা পরিস্থিতি কাটিয়ে আবার প্রেক্ষাগৃহে আগের মতোই ফিরেছেন মানুষ। একাধিক ছবি বেশ ভাল ব্যবসাও করেছে। সেই পরিস্থিতিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জুটির এই ছবি মানুষ কতটা দেখেন সেটাই এখন দেখার। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৩ ডিসেম্বর।
আরও পড়ুন: Pan Masala Ad: পান মশলার বিজ্ঞাপনে না, ১০ কোটির অফার ফেরালেন অনিল কপূর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।