Anil Kapoor: দীর্ঘ চার দশক ধরে অভিনয় জগতে রয়েছেন অনিল কপূর। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন জ্যঁরের ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতেই রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে ৬৭ বছর বয়সী অনিল কপূর (Anil Kapoor) একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছেন। সংবাদসূত্রে জানা গিয়েছে শুধুমাত্র বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে প্রতারণা করতে চাননি বলেই দশ কোটি টাকার অফার (Pan Masala Ad) ফিরিয়ে দিয়েছেন অনিল কপূর।


একটি পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্টের জন্য ১০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল অনিল কপূরকে। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি। খুবই মোটা টাকার অফার নিয়ে হাজির হয়েছিল সেই পান মশলা ব্র্যান্ড। কিন্তু তারপরেও বিন্দুমাত্র না ভেবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করেন তাঁর অনুরাগী ও দর্শকদের কাছে তাঁর নিজের একটি দায়িত্ব আছে। যে সমস্ত পণ্য সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, আর্থিক লাভের জন্য সেই কাজে তিনি যোগ দিতে চান না।


বছরের পর বছর ধরে বহু ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেছেন অনিল কপূর। তিনি সবসময়ই ভাল থাকা, ভাল জীবনযাপন এবং ভাল খাওয়া-দাওয়াকে উৎসাহ দিয়েছেন। আর্থিক মুনাফার আগেও নিজের মূল্যবোধকে গুরুত্ব দেন অনিল কপূর। যে সমস্ত পণ্যের জন্য এনডোর্স করেছেন তিনি, সেগুলি খুব বুদ্ধি করে ভেবে তবেই বেছে নিয়েছেন যা তাঁর ব্যক্তিগত আদর্শ এবং পাবলিক ইমেজের পরিপন্থী না হয়। এই সময়ে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এবং বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানও একইভাবে পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছেন আর্থিক মুনাফার কথা চিন্তা না করেই।


এর আগে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এই ধরনের জনপ্রিয় পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, আর সেই কারণে দর্শকদের একাংশ তাদের উপর রুষ্ট হয়েছিলেন। পরে অক্ষয় কুমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করেন যে আর কোনো পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করবেন না তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bhai Phota 2024: জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান এই অভিনেত্রী..