মুম্বই: প্রয়াত বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বুধবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়েছিল। বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মেয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে সরোজের বয়স হয়েছিল ৭১ বছর।




সরোজের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। অমিতাভ ট্যুইট করেছেন, ‘হাত জোড় করে প্রার্থনা করছি। মন খুব অশান্ত হয়ে রয়েছে।’ অক্ষয় ট্যুইটারে শোকবার্তায় লিখেছেন, ‘ঘুম ভাঙল প্রবাদপ্রতিম কোরিওগ্রাফার সরোজ খান জি-র মৃত্যু সংবাদ শুনে। উনি নাচকে এত সহজ করে দিয়েছিলেন যে, মনে হতো যে কেউ নাচতে পারে। ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হল। ওঁর আত্মার শান্তি কামনা করি।’



অভিনেত্রী তাপসী পান্নুর ট্যুইট, ‘আমার অন্তত একবার আপনার সঙ্গতে নাচ করার সুযোগ হয়েছিল। সেই স্মৃতিই আজীবন মনে গেঁথে রাখব। আকাশের আরেকটি তারকার পতন হল। আপনার গানগুলির জন্য প্রত্যেকটি মেয়ে আপনাকে আজীবন মনে রাখবে।’





অভিনেতা নীল নীতিন মুকেশ লিখেছেন, ‘সরোজ খানের সহজ, সরল অথচ অবিস্মরণীয় মুভগুলো অমর হয়ে থাকবে। রাজু স্যার ও গোটা পরিবারের প্রতি রইল সমবেদনা।’ তিনটি সিনেমার জন্য সরোজ পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।