ককলকাতা: ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সংসার, দায়িত্ব সমস্ত কিছু সামলে, বয়সের হিসেব না কষেই যদি দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, সেই প্রেমকে কি পরিণতি দেয় সমাজ? সেই প্রশ্নই তুলে দিয়ে যায় মানসী সিংহের প্রথম ছবি, 'এটা আমাদের গল্প'। মুখ্যভূমিকায় অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 


মুক্তি পেল নতুন ছবি 'এটা আমাদের গল্প'- ট্রেলার ('Eta Amader Golpo' Trailer Out)। মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন ভালাবাসার গল্প বলে, যা সমাজের চোখে খুব একটা সাধারণ নয়। সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে একটা বয়সের পরে শেষমেষ যেন একা হয়ে যান মানুষ। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে.. তা কি অপরাধ? 


এই গল্পে শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র এমনই। একজন বাঙালি, অন্যজন অবাঙালি। দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, মিল কেবল একটাই। ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টাই কাছাকাছি আনে দুটি মানুষকে। কিন্তু তাদের পরিবার? দুটি মানুষের কাছে আসা নিয়ে পরিবারের মধ্যেই তৈরি হয় মতভেদ। পাশে থাকা, না থাকা... সব মিলিয়ে পরিবারের মধ্যেও তৈরি হয় দ্বন্দ্ব। শেষমেষ সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে।


এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee), তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। প্রাঞ্জল দাসের পরিচালনায় তৈরি হয়েছে নেপথ্য সঙ্গীত। ছবিতে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বসু, কাজল চট্টোপাধ্যায়, মনস্বীতা ঠাকুরের কণ্ঠে গান রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'এটা আমাদের গল্প'। 


 






আরও পড়ুন: Abhishek Aishwarya Anniversary: ভালবাসার ১৭.. বিবাহবার্ষিকীতে এক ফ্রেমে অভিষেক-ঐশ্বর্য্য, রইল আরাধ্যাও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।