কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, পাহাড় যেন একটু বেশিই ভালো লাগে তাঁর। আর সেই পাহাড় যখন কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে জড়িয়ে থাকে নস্ট্যালজিয়া। ১৭ দিন, ১৭ জন তারকাকে নিয়ে পাহাড়ের কোলে শ্যুটিং, একসঙ্গে থাকা যেন পিকনিকের আমেজ। 'আবার কাঞ্চনজঙ্ঘা (Abar Kanchenjunga)' ছবির ট্রেলার মুক্তির দিনে শ্যুটিং থেকে শুরু করে অফ ক্যামেরার গল্প, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায় (Saswata Chatterjee)। 


ছবির নামেই পাহাড়, ব্যক্তিগত জীবনে সবচেয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সমুদ্র বেশি প্রিয় না পাহাড়? অভিনেতা বলছেন, 'ছোটবেলার বেশিরভাগ সমুদ্রেই যেতাম। কিন্তু বয়স যত বাড়ছে, পাহাড়ের শান্তিটা আমায় খুব টানে। আর ভালো লাগে জঙ্গল। এই ছবিতে পিছনে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। বহুবার দার্জিলিং গিয়েছি আমি। কিন্তু এবার রোদ ওঠা, সোনালি আভায় কাঞ্চনজঙ্ঘার সেজে ওঠা থেকে শুরু করে রাতের অন্ধকারে গাঢ় হয়ে নেমে আসা সবটাই দেখা গিয়েছে স্পষ্ট। প্রতিদিন। মেঘের চিহ্নমাত্র নেই। ১৭ দিন টানা কাঞ্চনসঙ্ঘা আমি এত বছরে কখনও দেখিনি।'


আরও পড়ুন: দীর্ঘদিন পর ট্যুইটারে 'Ask SRK' নিয়ে ফিরলেন শাহরুখ, কী জবাব দিলেন অনুরাগীদের?


ছবিতে শাশ্বত দেব পরিবারের জামাই। তাঁর বিপরীতে পাঠ করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ঠিক কেমন তাঁর চরিত্রটা? শাশ্বত বলছেন, 'ছবিতে যে দেব পরিবারকে দেখানো হচ্ছে, তাঁদের সবাইকে 'অভিলাষ'-এ এসে প্রথম দেখছে আমার চরিত্রটা। কোনও সম্পর্কের বাঁধন আলগা, কোথাও আবার বাঁধনটা একটু বেশিই দৃঢ়। তাঁদের মধ্যে মনোমালিন্য রয়েছে, অভিমান রয়েছে। আমার চরিত্রটা সব সম্পর্ককে জোড়া লাগাতে চায়। আর সেটা তাঁর স্ত্রীয়ের অনুরোধে। অর্পিতার চরিত্রটাও বেশ আকর্ষণীয়।'


কেবল টলিউড নয়, সমানতালে বলিউডেও কাজ করছেন শাশ্বত। অভিনেতা হিসেবে এই দুই ইন্ডাস্ট্রির কোনও তফাৎ নজরে পড়ে? একটু হেসে শাশ্বত বললেন, 'বলিউডে বাজেট বেশি, লোকসংখ্যা বেশি। কিন্তু বাংলায় প্রতিভা অনেক বেশি। কেবল বাঙালিদের 'ঠিক আছে হয়ে যাবে' ধরণের একটা মনোভাব আছে। সেটা না থাকলে আমরা, বাঙালিরা কোনও অংশে কম নই।'


'আবার কাঞ্চনজঙ্ঘা'-র কোন ঘটনা সবচেয়ে বেশি মনে থাকবে? একটু ভারি গলায় শাশ্বত বললেন, 'আমাদের অ্যাসিস্টেন্ট ডিওপির চলে যাওয়া। শ্যুটিং থেকে ফিরেই ওর কোভিড হল.. তারপর.. যে ছবির জন্য এত খাটল, বড়পর্দায় ওর সেটা দেখা হল না।'