Saswata Chatterjee Exclusive: 'সুযোগ পেলে অমিতাভ বচ্চন আর নাসিরজীর সঙ্গে অভিনয় করতে চাই'

Saswata Chatterjee Exclusive: 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে।

Continues below advertisement

কলকাতা: টলিউড থেকে বলিউড, দুই ভাষার রুপোলি পর্দাতেই অবাধ বিচরণ তাঁর। টলিউডের একের পর ছবি মুক্তি পাচ্ছে তাঁর অন্যদিকে জোরকদমে শ্যুটিং চলছে বলিউডেও। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির হাত ধরে দীর্ঘদিন পর অর্পিতা চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ছবির শ্যুটিংয়ের গল্প করতে গিয়ে অভিনেতা হাতড়ালেন ছোটবেলার স্মৃতি, বললেন অপূর্ণ ইচ্ছেদের কথা। 

Continues below advertisement

বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে। একটা বয়স থাকে যখন লোকে ভবিষ্যৎ ভাবে না। আমি অনেক বছর পর্যন্ত ভবিষ্যৎ ভাবিনি। এখনও যে খুব একটা ভবিষ্যৎ ভেবে কাজ করি তা নয়। জীবন যেমনভাবে আসে, তাকে তেমনভাবেই গ্রহণ করি। আজকের দিনটা ভালো গেলেই ভালো থাকব।'

'অভিনেতা হয়েছি, সেটাই একটা মিরাকল্ আমার কাছে'

 

টলিউড থেকে বলিউডে শাশ্বত-পদচারণা

বড় হয়ে কী হতে চান ঠিক করে উঠতে পারেননি যিনি, তিনিই এখন স্বমহিমায় জায়গা করে নিয়েছেন টলিউড ও বলিউডে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর কী কী ছবি? শাশ্বত বলছেন, 'বাংলায় ১ এপ্রিল আবার কাঞ্চনজঙ্ঘা মুক্তি পাবে। আর 'তীরন্দাজ শবর' তৈরি হয়ে পড়ে রয়েছে। মুক্তির দিন ঘোষণা হয়নি এখনও। অন্যদিকে হিন্দিতে রাজকুমার সন্তোষীর 'ব্যাডবয়', অনুরাগ কশ্যপের 'দোবারা', রজনীষ ঘাইয়ের প্রথম ছবি 'ধাকড়' মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।'

ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন শাশ্বত। এখনও কোন তারকার সঙ্গে কাজ করার সাধ অপূর্ণ রয়ে গিয়েছে। একটুও না ভেবে শাশ্বত উত্তর দিলেন, 'অবশ্যই মিস্টার বচ্চন (অমিতাভ বচ্চন) আর নাসিরজী (নাসিরুদ্দিন শাহ)। আমার খুব ইচ্ছা। যদি সুযোগ হয়...'

Continues below advertisement
Sponsored Links by Taboola