কলকাতা:  এই গল্প একটা রাতের, আর অনেকগুলো জীবনের। রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত ছবি 'মহিষাসুরমর্দিনী' (Mahishasur Mardini) মুক্তি পাচ্ছে সামনেই। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করলেও ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।                                                                                                                           


এই প্রথম নয়, 'কাহানি' (Kahani) থেকে শুরু করে একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেই দর্শকদের মনে দাগ করেছেন শাশ্বত। কিন্তু টলিউডের অনেক নায়ক এখনও নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন চান না। কখনও এই ভাবনা শাশ্বতর মনে এসেছে? অভিনেতা বলছেন, 'সত্যি কথা বলতে কখনও করেনি। আমি বিশ্বাস করি মানুষ একটা ছবি দেখতে গিয়ে কোনও একটা চরিত্রকে বেছে নেয়। তারপর তার সঙ্গে এগোয়। ছবিতে কে হিরো বা কে হিরোইন সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। কিন্তু আমার চরিত্রটাকে মানুষ মনে রাখবে কি না সেটাই আমার লক্ষ থাকে।'


আরও পড়ুন: Kajol: অজয় নন, এই বলি অভিনেতা ছিলেন কাজলের ক্রাশ! ফাঁস করলেন কর্ণ


ইতিমধ্যেই এই ছবি বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয়েছে 'মহিষাসুরমর্দিনী'। এই ছবি দর্শকদের কতটা মন ছোঁবে বলে বিশ্বাস করেন শাশ্বত? অভিনেতা বলছেন, 'এই ছবিতে সুইজারল্যান্ডে গিয়ে গান নেই, দৃশ্য নেই। এই ছবিটা গোটাটাই একটা নাটক, গল্প। প্রথমে মানুষকে সিনেমাহলে আসতে হবে এই ছবিটা দেখার জন্য। দ্বিতীয়ত, যাঁরা ভাবতে ভালবাসেন, এই ছবি তাঁদের মন ছোঁবে বলেই আমার বিশ্বাস।'                                                                                                                                                                   


'মহিষাসুরমর্দিনী' মেয়েদের লড়াইয়ের কথা বলে। শাশ্বত চট্টোপাধ্যায় নিজে কাছের থেকে মেয়েদের লড়াই দেখেছেন? অভিনেতা বলছেন, 'প্রতিনিয়ত দেখি। শাশ্বত এমন একটি পরিবারে থাকে যেখানে সবাই মেয়ে। আমিও মেয়েদের সঙ্গেই লড়াইটা করছি। আর ইন্ডাস্ট্রিতে যাঁরা আসেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই লড়াই করতে হয়।'