কলকাতা: তিনি তারকা সন্তান। কিন্তু হাবেভাবে তার চিহ্নমাত্রও নেই। কখনও খালি পায়ে লেকের মাঠে ফুটবল খেলছেন, কখনও আবার পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারছেন। মনে হত, মাথার ওপর বাবা, মা আছেন তো, তাঁরা ভাববেন। একদিন কিছুটা বিরক্ত হয়েই তারকা বাবা প্রশ্ন করলেন, তুই কী হবি? কী হত, যদি অভিনয়ে পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।
সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবির প্রচারে এসেই এবিপি লাইভের সঙ্গে আড্ডায় মজেছিলেন শাশ্বত। বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে। একটা বয়স থাকে যখন লোকে ভবিষ্যৎ ভাবে না। আমি অনেক বছর পর্যন্ত ভবিষ্যৎ ভাবিনি। এখনও যে খুব একটা ভবিষ্যৎ ভেবে কাজ করি তা নয়। জীবন যেমনভাবে আসে, তাকে তেমনভাবেই গ্রহণ করি। আজকের দিনটা ভালো গেলেই ভালো থাকব।'
আরও পড়ুন: Ritabhori Chakraborty Exclusive: মনোবিদ হওয়ার স্বপ্ন নিয়ে সায়েন্স পড়তে চেয়েছিলেন ঋতাভরী
ছোটবেলার রচনায় 'বড় হয়ে কী হতে চাও' লেখেননি, এমন ছাত্রছাত্রী নেই। এই প্রশ্নের উত্তর কী দিতেন অভিনেতা? ঠোঁট উল্টোলেন শাশ্বত। তারপর বললেন, কোনও স্বপ্ন ছিল না। একদিন বাবা আমায় ডেকে বাধ্য হয়ে প্রশ্ন করলেন, তুই কী হতে চাস? আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে! যে দিকে দু চোখ যায়.. সেদিকে চলে যেতাম যেন..' হেসে ফেললেন শুভেন্দু পুত্র।