কলকাতা: দীপাবলির দিন তিনি স্বীকার করেছিলেন, প্রেমে পড়েছেন। প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকের পরিচয়ও। বলিউডের লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। দীপাবলিতে মুম্বই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখান থেকেই তিনি ছবি শেয়ার করে নিয়েছেন প্রেমিকের সঙ্গে। কিন্তু সুমিত অরোরার সঙ্গে কেমন সম্পর্ক ঋতাভরীর মা শতরূপা সান্যাল (Satarupa Sanyal)-এর? সোশ্যাল মিডিয়ায় এবার সেই খবরই প্রকাশ্যে আনলেন ঋতাভরী।
ইনস্টাগ্রাম স্টেটাসে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। দুটি ছবিতেই দেখা যাচ্ছে, ঋতাভরীর মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন সুমিত। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'আমার জীবনের দুটি স্তম্ভ।' ঋতাভরী যে সুমিতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা আর বলে বুঝিয়ে দিতে হয় না। আর ঋতাভরীর মায়ের সঙ্গেও খুব ভাল সম্পর্ক সুমিতের। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল সেই ঝলকও।
কে এই সুমিত অরোরা? বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়।’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। ইতিমধ্যেই বলিউডে নিজের পা জমিয়েছেন সুমিত। আর সেই সুমিতেরই প্রেমে পড়েছেন ঋতাভরী। এর আগে 'বহুরূপী'-র একটি অনুষ্ঠান চলাকালীন তিনি নিজেই স্বীকার করেছিলেন, তথাগত অতীত, তাঁর জীবনে এসেছে নতুন কেউ।
প্রসঙ্গত, এর আগে চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর প্রেম ছিল বেশ চর্চিত একটা বিষয়। ঋতাভরী নিজেই স্বীকার করেছিলেন, তিনি যে সময়ে অসুস্থ ছিলেন, সেই সময়ে তাঁকে সামলেছিলেন তথাগত। তাঁকে মানসিকভাবে ভীষণ সমর্থন করেছিলেন তিনি। একটা সময়ে একের পর এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ঋতাভরীকে। বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তাঁর। বারে বারেই অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। সেই সময়েই ঋতাভরীর পাশে দাঁড়িয়েছিলেন তথাগত। রাখঢাক করেননি ঋতাভরী, সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে তিনি শেয়ার করে নিয়েছিলেন তথাগতর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের। বিভিন্ন অনুষ্ঠানে তথাগতর সঙ্গে ছবিও শেয়ার করে নিতেন ঋতাভরী। তাঁর দিদির বিয়ের অনুষ্ঠানে সবসময়েই ঋতাভরীর সঙ্গে ছিলেন তথাগত। তবে সেই সম্পর্ক যে ভেঙেছে, সেই কথা প্রকাশ্যেই শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। তবে তিনি জানিয়েছিলন, তথাগতর সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে আজও একই রকম। তথাগত সম্পর্কে কোনও খারাপ কথা যে সহ্য করবেন না তিনি।
তবে এবার, জীবনের নতুন শুরু, এক নতুন মানুষের সঙ্গে। প্রসঙ্গত 'জওয়ান' ছবির একটি অংশের সংলাপ লিখেছিলেন ঋতাভরী নিজেও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। শাহরুখ খান যে তাঁর প্রশংসা করেছেন, সেই কথাও শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। এই সুমিতের সৌজন্যেই হয়েছিল ঋতাভরীর জওয়ান যোগ। আপাতত চুটিয়ে প্রেম করছেন ঋতাভরী।
আরও পড়ুন: Bollywood News: সিনেমা ফ্লপ হলে ফিরিয়ে দেন পারিশ্রমিক! কোন বলিউড হিরো এই কাজটি করেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।