কলকাতা: ছবি ফ্লপ হলে পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন এমন নজিরও রয়েছে বলিউডে। তবে বলিউডে এমন অভিনেতাও রয়েছেন, যাঁরা চরিত্র ও চিত্রনাট্য বেছে তারপরে পারিশ্রমিক ঠিক করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সেই কথাই বলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও অজয় দেবগণ (Ajay Devgan)। একজন অভিনেতার কেরিয়ারে হিট এবং ফ্লপ দুটি ছবিই মিলিয়ে মিশিয়ে থাকে। কিন্তু ছবি ফ্লপ হলে নাকি পারিশ্রমিক ফিরিয়ে দেন অক্ষয় কুমার। অন্যদিকে অজয় দেবগণ নাকি প্রত্যেকটা ছবির জন্য একই রকম পারিশ্রমিক নেন না। ছবিতে তাঁর কতটুকু চরিত্র রয়েছে, কতটুকু অভিনয়ের জায়গা রয়েছে সেই সমস্ত কিছু ভেবেই তিনি পারিশ্রমিক নির্ধারণ করেন। 


সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন। কী এই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট? এই এগ্রিমেন্টে বলা হয় যদি ছবি সাফল্য পায়, লাভের মুখ দেখে তাহলে সেই লাভের থেকে এক ভাগ নেবেন অভিনেতা। তবে যদি ছবি সাফল্য়ের মুখ না দেখে তাহলে অভিনেতা কিছুই পাবেন না। এই ধরণের এগ্রিমেন্টে প্রযোজকের চিন্তা কম থাকে। আর সেই কারণেই বর্তমানে বলিউডের অনেকেই ঝুঁকছে এই এগ্রিমেন্টের দিকে। 


অন্যদিকে, সদ্যই একটি অনুষ্ঠানে অজয় দেবগণ ও শাহরুখের বন্ধুত্ব নিয়ে মুখ খুলেছিলেন কাজল। শাহরুখ খান (Shah Rukh Khan) আর কাজলের (Kajol) বন্ধুত্ব বলিউডের অন্যতম চর্চিত বিষয়। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকেরা যেমন পছন্দ করেন, তেমনই তাঁদের অফস্ক্রিন সম্পর্কও খুব ভাল। বিভিন্ন সময়ে, বিভিন্ন শো-তে ফুটে উঠেছে শাহরুখ ও কাজলের মধ্যের বন্ধুত্ব। কিন্তু কাজলের স্বামী অজয় দেবগণের সঙ্গে কেমন সম্পর্ক শাহরুখ খানের? শোনা যায় শাহরুখ ও অজয় দেবগণের মধ্যে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয়। তাঁরা কখনও একসঙ্গে সিনেমা করেননি। এমনকি বিভিন্ন পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা যায় না। সত্যিই কী তাঁদের মধ্যে সম্পর্ক ভাল নয়? কাজল একবার নিজেই প্রকাশ্যে এনেছিলেন সেই কথা।


২০১৫ সালে একটি সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, 'আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অনেকের মনে হয়, শাহরুখ আর অজয়ের মধ্যে শত্রুতা রয়েছে, কারণ ওদের মধ্যে বন্ধুত্ব নেই। শুধুমাত্র ওদের একসঙ্গে পার্টিতে মদ্যপান করতে দেখা যায় না বলে, একসঙ্গে পার্টিতে যেতে আসতে দেখা যায় না বলে, ওরা একসঙ্গে কোনও সিনেমা করেনি বলে, বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে একসঙ্গে যায় না বলে এটা নয় যে ওদের মধ্যে শত্রুতা রয়েছে। বন্ধুত্ব না থাকা আর শত্রুতা থাকার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে।'


আরও পড়ুন: Mithun Chakraborty: 'ডিস্কো ডান্সার' হয়ে যিনি মাতিয়েছিলেন দর্শকদের, সেই মিঠুন ফের নাচ করবেন পর্দায়!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।