কলকাতা: আসছে ২ মে। বাঙালি সিনেপ্রেমীদের কাছে এই দিনের মাহাত্ম্য বিশাল। এদিন কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী (Satyajit Ray Birth Anniversary)। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিল ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক ('Klikk' OTT Platform)। ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এই প্ল্যাটফর্মে চলবে 'মানিক বাবুর পাঁচালী' (Manik Babur Panchali) নামে #Raytrospective। বিশ্বজুড়ে সিনেমা প্রেমীরা মানিকবাবুর বিভিন্ন সিনেমা HD মানে দেখতে পারবেন, এই 'ক্লিক' প্ল্যাটফর্মে।


ক্লিকে চলছে 'মানিক বাবুর পাঁচালী'


সত্যজিৎ রায় চলচ্চিত্রের ইতিহাসে, বিশেষত এই দেশের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম। ১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণকারী সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় তাঁর প্রথম সিনেমা 'পথের পাঁচালী'র (১৯৫৫) হাত ধরে। তাঁর সিনেমাগুলি প্রায়শই মানব সম্পর্কের জটিলতা, সামাজিক রীতিনীতি এবং ভারতীয় সংস্কৃতির জটিলতাগুলিকে ফুটিয়ে তোলে। তাঁর ছবির মাধ্যমে দৈনন্দিন জীবনের সারমর্মকে সত্যতা এবং গভীরতার সঙ্গে ধারণ করানোর দক্ষতা, বিশ্বব্যাপী শ্রোতাদের মুগ্ধ করেছিল, যা আজও একইভাবে প্রাসঙ্গিক ও প্রশংসিত।


তাঁর সিনেমা তৈরির দক্ষত, শৈল্পিক সত্ত্বা স্পষ্ট 'অপরাজিত' থেকে 'হীরক রাজার দেশে'-র মতো অজস্র ছবিতে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান চলচ্চিত্র নির্মাণের বাইরেও প্রসারিত। সত্যজিৎ রায় একাধারে ছিলেন দক্ষ লেখক, চিত্রকর এবং সুরকার। আইকনিক চরিত্র ফেলুদাকে নিয়ে তৈরি গোয়েন্দা কাহিনি ও সিনেমা, সাহিত্য ও সমাজ সম্পর্কে তাঁর প্রবন্ধগুলি আজও মানুষের অত্যন্ত আপন। সত্যজিৎ রায়ের সেই প্রতিভা আজও বর্তমান, কারণ তাঁর চলচ্চিত্রগুলি আজও প্রাসঙ্গিক। তাঁর সেই সমস্ত সৃষ্টি এবার ওটিটিতে আনছে ক্লিক।


আরও পড়ুন: Shah Rukh Khan: 'ডন' রূপে ফিরছেন শাহরুখ খান? ফারহান আখতারের সিনেমায় নয়, তাহলে?


'ক্লিক' ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া এই বিষয়ে বলেন, 'সত্যজিৎ রায় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এমন একজন মানুষ যাঁকে নিয়ে যতই আমরা চর্চা করি ততই কম মনে হয়। আর 'ক্লিক'-এর অন্যতম লক্ষ্য হল এই সব ক্লাসিক সিনেমাগুলিকে নতুন করে তুলে ধরা আধুনিক প্রযুক্তির সহায়তায়, যাতে তা আরও উপভোগ্য হয়ে ওঠে। এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি আর ভবিষ্যতেও করে যাব। এবারও আমরা চেষ্টা করেছি ওঁর নির্মিত চলচ্চিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে ওঁর কাজের ব্যাপ্তির উপর আলোকপাত করার। আশাকরি আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব।' ক্লিকে এই সিনেমাগুলি দেখা যাচ্ছে ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।