কলকাতা: সর্বকালের সেরা ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনটি স্থানই রইল বাংলার দখলে! আজ ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)-এর গোপন নির্বাচনের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে প্রকাশ করা হয় সেরা ১০ ছবির তালিকা। ইতিহাসিক এই ১০ ছবিকেই ঘোষণা করা হয় সর্বকালের সেরা ভারতীয় ছবি হিসেবে।                                                                                                                           


আজ ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয় সেখানে সর্বপ্রথম নাম রয়েছে 'পথের পাঁচালি'-র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালে লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি তৈরি করেন সত্যজিৎ রায়। এটিই তাঁর তৈরি করা প্রথম ছবি।                                                                       


ছবিটিতে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় (Subir Banerjee), কানু বন্দ্যোপাধ্যায় (Kanu Banerjee), করুণা বন্দ্যোপাধ্যায় (Karuna Banerjee), ঊমা দাশগুপ্ত (Uma Dasgupta), পিনাকী সেনগুপ্ত (Pinaki Sengupta) ও চুনীবালা দেবী (Chunibala Devi)। 'পথের পাঁচালি' ছিল অপু ট্রিলজির প্রথম অংশ। ১৯৫৫ সালে তৈরি হয়েছিল এই ছবি। এরপর অপুর জীবনী নিয়ে আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 'অপরাজিত' ও 'অপুর সংসার'                       


এই তালিকার দ্বিতীয় স্থানও দখল করেছে আরও একটি বাংলা ছবি। 'মেঘে ঢাকা তারা'। ১৯৬০ সালে এই ছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী (Supriya Devi) ও অনীল চট্টোপাধ্যায় (Anil Chatterjee)।                                                                           


আরও পড়ুন: Anushka Sharma: রাস্তার ধারের ঝালমুড়ি, পেয়ারা মাখা, অনুষ্কাকে ডায়েট ভোলাচ্ছে কলকাতা!


তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মৃণাল সেন পরিচালিত ‘ভুবন সোম’ ছবিটি। এই সিনেমা প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে। মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত (Utpal Dutta) ও সুহাসিনী মূলে (Suhasini Mule)।                   


এছাড়াও তালিকার সপ্তম স্থান দখল করে নিয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত 'চারুলতা' ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় (Madhobi Mukherjee), সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও শৈলেন মুখোপাধ্যায়।


বাকি স্থানগুলি গিয়েছে অন্য ভাষার দখলে। চতুর্থ স্থানে রয়েছে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’। ছবিটি মুক্তি পায় ১৯৮১ সালে।


পঞ্চম স্থানে রয়েছে গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’। ছবিটি মুক্তি পায় ১৯৭৭ সালে। 


ষষ্ঠ স্থানে রয়েছে এমএস সথ্যুর ‘গরম হাওয়া’। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে।


অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’। ছবি মুক্তি পায় ১৯৭৪ সালে।


নবম স্থানে রয়েছে গুরু দত্তের ‘পিয়াসা’। মুক্তির সাল ১৮৫৪।


দশম স্থানে রয়েছে রমেশ সিপ্পির ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘শোলে’।