কলকাতা: প্রথম ছবি 'হেমলক সোসাইটি'। খুব ছোট্ট একটা চরিত্র। সেই সৌজন্যেই প্রথম প্রিমিয়ারে যাওয়া। কিন্তু হাজির থাকলেও দূর থেকে দেখতে হয়েছিল অনুষ্ঠান। একে একে সামনে এসে দাঁড়াচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), কোয়েল মল্লিক (Koel Mallick)। আর আজ তাঁর ছবির প্রিমিয়ার! পরিচালক প্রথমেই তাঁর নাম ধরে ডাকছেন ট্রেলার লঞ্চে! অবাক লাগছিল সত্যম ভট্টাচার্য্যের (Satyam Bhattacharyya)-র। তারপর? মানুষের ভালবাসা, প্রশংসায় এখনও যেন ভাসছেন 'বল্লভপুরের ভূপতি'।                 


১০ বছরের এপার ওপার। 'বল্লভপুরের রূপকথা' কি অনেক মানুষকে দেখিয়ে দিল, একটা একটা ছবির দায়িত্ব ঘাড়ে করে টেনে নিয়ে যেতে সত্যম পারে? পর্দার রঘুপতি হেসে বললেন, 'আসলে চ্যালেঞ্জটা নিজের কাছে নিজের ছিল। মনে হয়েছিল, চিরকাল পার্শ্বচরিত্রে অভিনয় করে চলবে না। না পরিচিতি হবে না রোজগার। মনে হত, একটা সুযোগ পেলে প্রমাণ করে দেব। সুযোগ পেয়েছি, কাজ করেছি। কতটা প্রমাণ করতে পেরেছি সেটা দর্শকেরা বলবেন। তবে আমার মনে হয়, এর পরের সফরটা সবচেয়ে কঠিন। একবার দর্শকদের ভালবাসা পেলে একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় তাঁদের মধ্যেও। তাই আগামী কাজে সেই প্রত্যাশা পূরণ করার চাপ তো থাকবেই, যাতে পরের কাজে দর্শকেরাও এই ভালবাসাটাই দেন।'                                                                                                                                                 


আরও পড়ুন: Aparajita Auddy: 'টাইপকাস্ট হওয়ায় বিশ্বাসী নই, আমার প্রতিযোগিতা নিজের সঙ্গে'


সেরা হওয়ার চেয়ে কী সেরা থাকাটা বেশি জরুরি? হেসে ফেলে সত্যম বললেন, 'আমি একেবারেই সেরা বলে মনে করি না নিজেকে। তথাকথিত নায়ক বলতে মানুষ যা যা বোঝেন, যেমন সুঠাম চেহারা, উচ্চতা.. কোনোটাই আমি নই।  তারপরেও যে মানুষ আমায় নায়ক হিসেবে মেনে নিচ্ছেন, সেটাই ভাললাগার।                                                                                                                               


ভূপতি পরে সত্যমের থেকে কাছ থেকে আর কী কী প্রত্যাশা থাকবে? অভিনেতা বলছেন, 'একসময় অডিও স্টোরি নিয়ে কাজ করতাম। আবার ইচ্ছা আছে অভিনয়ের ফাঁকে ফাঁকে ওই কাজটাই করার। পর্দায় অনেকেই ভেবেছেন, গলাটা আমার নিজের নয়। অনির্বাণদার। কিন্তু গোটা ছবির তিনটি চরিত্র, সংস্কৃত শ্লোক বলা.. সবটাই আমার গলা।'