কলকাতা: ছবি মুক্তির আগেই ভারতে বাদ দেওয়া হয়েছিল এই ছবির একাধিক দৃশ্য। তবে এবার, 'পুষ্পা ২' থেকে বাদ গেল ১৯ মিনিটের দৃশ্য! তবে এই নিষেধাজ্ঞা ভারতের নয়, এসেছে সৌদি আরবের তরফ থেকে। সেই দেশে ছবি মুক্তির আগে সেই দেশের চলচ্চিত্র নিয়মক সংস্থা বাদ দিয়েছে ছবির একাধিক দৃশ্য। কী সেই দৃশ্য? কীই বা এত আপত্তিকর রয়েছে ছবির ওই ১৯ মিনিটে? দেখে নেওয়া যাক। 


'পুষ্পা ২' ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ‘গঙ্গাম্মা যাতারা’। কী এই ‘গঙ্গাম্মা যাতারা’? ‘গঙ্গাম্মা যাতারা’ আসলে একটি বিশেষ লোকাচার, যা প্রধানত অন্ধ্রপ্রদেশ,  উপকূলবর্তী অন্ধ্র এবং রায়লসীমায় পালিত হয়। তিরুপতির বাসিন্দাদের মধ্যে অনেকেই এই উৎসবে যোগ দেন। সেখানে ‘গঙ্গাম্মা’ বিশেষ  এক দেবী,  যাঁকে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের ছোট বোন হিসাবে কল্পনা করা হয়। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে, প্রতি বছর মে মাসের প্রথম দিকে এই উৎসব পালন করা হয়। যাত্রার দিনে প্রতিবার দেবী গঙ্গাম্মার জন্য বিশেষ উপহার পাঠানো হয় তিরুমালা তিরুপতি দেবস্থানম থেকে। মনে করা হয়, বোনের জন্যই বিশেষ করে শাড়ি,  চুড়ি,  চন্দন,  কুমকুমের উপহার পাঠান স্বয়ং ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর। একে বলা হয় ‘পরিসু’।


শোনা যায়, স্থানীয় এক ক্ষমতাধর ‘পালেগাড়ু’ নিয়মিত নারী নির্যাতন চালাত একটা সময়ে। অতিষ্ঠ হয়ে মহিলারা দেবী জগন্মাতার পুজো শুরু করেন। তার পরেই স্বয়ং দেবী জগন্মাতা তিরুপতির কাছে অভিলালা গ্রামে ‘গঙ্গাম্মা’ নামে জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে বেড়ে ওঠে সেই কন্যা। তত দিনে তাঁর উপরও নজর পড়ে পালেগাড়ুর। একদিন সে প্রকাশ্যে গঙ্গাম্মার হাত ধরে টানে। এই ঘটনায় কুপিত দেবী গঙ্গাম্মা বিশ্বরূপ ধারণ করেন। তিন দিন ধরে সেই লড়াই চলে। অনেকটা মহিষাসুরমর্দিনীর মতোই চলে একের পর এক বেশ ধারণ করা। কোনও ক্রমে পালিয়ে বাঁচে পালেগাড়ু। চতুর্থ দিনে গঙ্গাম্মা ধারণ করেন ‘দোরা’ বেশ। এই বেশের কাছেই ধরা দিতে বাধ্য হয় পালেগাড়ু। শেষ পর্যন্ত দুষ্টের দমন করেন দেবী।


দেবীর প্রতি শ্রদ্ধা জানাতেই ভক্তরা প্রতি বছর নানা রকম মঠ নির্মাণ করে মন্দিরের চারপাশে জড়ো হন। চতুর্থ দিনে কৈকলা উপজাতির পুরুষেরা শাড়ি পরে মহিলা সেজে দেবীর পুজো করেন। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনকেও সেই বেশেই দেখা গিয়েছে। আর সেখানেই সমস্ত আপত্তি। চলচ্চিত্র নিয়মক সংস্থার কোপে বাদ গিয়েছে অল্লু অর্জুনের এই লেবুর মালা ও নীল শাড়ি পরা বেশ।


আরও পড়ুন: Pushpa 2: মাত্র ১ দিনেই ভাঙল একাধিক ছবির রেকর্ড, প্রথম দিনে কত আয় করল 'পুষ্পা ২'?