কলকাতা: 'সম্পূর্ণা'র সিরিজের মারকাটারি সাফল্য়ের পর আগামীকালই মুক্তি পাচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) 'সম্পূর্ণা ২' (Sampurna 2)। এই সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। আর ট্রেলার মুক্তির পর থেকে উন্মাদনা বেড়ে যায় আরও কয়েকগুন। নেটাগরিকদের একাংশের মতে, 'সম্পূর্ণা ২'-র গল্প হতে চলেছে আরও বেশি রোমহর্ষক। এপ্রসঙ্গে একমত হলেন পরিচালক সায়ন্তন ঘোষালও। তাঁর মতে এই সিরিজের গল্প ও চিত্রনাট্য় আরও বেশি টানটান। ফলে কাজ হিসেবে এটি আগের সিরিজের থেকেও অনেকটা রোমাঞ্চকর হতে চলেছে।


সোহিনী সরকার (Sohini Sarkar), রাজনন্দিনী পাল (Rajnandini Paul) অভিনীত ওয়েবসিরিজ 'সম্পূর্ণা'র বিষয় ছিল গৃহহিংসা ও তার বিরুদ্ধে দুই নারীর লড়াই।  অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), লাবণি সরকার (Laboni Sarkar), রজত গঙ্গোপাধ্যায়ের (Rajat Ganguly) মতে শিল্পীদের অভিনয়ও নজর কেড়েছিল আলাদা করে। এই অভিনেতাদের পাশাপাশি 'সম্পূর্ণা ২'-এ দেখা মিলতে চলেছে কৌশিক সেনের। ট্রেলারেই স্পষ্ট হয়ে গেছিল যে এখানে উকিলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে গল্পে রয়েছে একাধিক ট্য়ুইস্ট। 


আরও পড়ুন...


বলিউড থেকে টলিউড.. ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবি ও সিরিজ সপ্তাহান্তে দেখে নিতে পারেন আপনিও


কেমন ছিল  রাজনন্দিনী,  সোহিনী, অনুভবদের সঙ্গে কাজের অভিজ্ঞতা? সায়ন্তন জানালেন যে, শ্য়ুটিং ফ্লোরে দেখে বোঝার উপায় নেই যে এই অভিনেতারা প্রত্য়েকে প্রত্য়েকের চরিত্র নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু আসলে তাঁরা সবসময়ই নিজেদের চরিত্র নিয়ে ভাবিত। ও সম্পূর্ণ প্রস্তুত হয়েই ফ্লোরে নামেন তাঁরা।


এই সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক আরও জানান, 'এই গল্প নিয়ে কাজ করা আমার কাছে রীতিমত চ্য়ালেঞ্জ ছিল। কারণ এখানে কোনও সুন্দর পাহাড়ি দৃশ্য় নেই, রোমহর্ষক খুনের প্লট নেই। যা আছে তা হল শুধুমাত্র ভাল গল্প-চিত্রনাট্য ও ভাল  অভিনয়। আর এর জোরেই তৈরি হয়েছে এই সিরিজ। দর্শকের কাজে আমি কৃতজ্ঞ যে আমার কাজকে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আমার আশা 'সম্পূর্ণা ২'ও মন জয় করে নেবে সিনেপ্রেমীদের।'


হইচই প্ল্য়াটফর্মে কাল থেকে স্ট্রিম করবে 'সম্পূর্ণা ২'। দর্শকের এই সিরিজ কেমন লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial